National

মনমোহন সিংয়ের সুরক্ষা কমিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য বরাদ্দ ছিল এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এই সুরক্ষা বন্দোবস্ত ভারতে প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁদের পরিবার পেয়ে থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রক এবার সেই সুরক্ষা বলয় মনমোহন সিংয়ের পাশ থেকে সরিয়ে নিল। এসপিজি-র বদলে মনমোহন সিং আগামী দিনে কেবল জেড প্লাস সুরক্ষা পাবেন। মনমোহন সিংয়ের জীবনের ঝুঁকি কতটা তা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলার পরই প্রাক্তন প্রধানমন্ত্রীর পাশ থেকে এসপিজি সরানো হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক জানিয়েছেন।

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তারপরও তিনি এসপিজি সুরক্ষা পাচ্ছিলেন। এসপিজি-তে ৩ হাজার আধিকারিক সুরক্ষার কাজে নিয়োজিত থাকেন। জেড প্লাস সিকিউরিটি মানে সেখানে ৩৫ জন কমান্ডো সুরক্ষায় নিয়োজিত থাকবেন। এটাই বদল হল মনমোহন সিংয়ের সুরক্ষায়। এখন এসপিজি সুরক্ষা পাবেন ভারতের ৪ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

১৯৮৫ সালে এসপিজি গঠন করা হয়। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর এই পদক্ষেপ করা হয়। ১৯৯১ সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর এসপিজি আইনে বদল করে স্থির হয় প্রাক্তন প্রধানমন্ত্রী হলেও তিনি ও তাঁর পরিবার ১০ বছর পর্যন্ত এসপিজি সুরক্ষা পাবেন। প্রসঙ্গত ২০০৪ সালে অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রীত্ব হারান। তারপর থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি জীবিত থাকাকালীন তাঁর এসপিজি সুরক্ষা বলয় সরানো হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *