Kolkata

যশ বিধ্বস্ত দিঘার পুনর্গঠনে যথেচ্ছ অর্থ ব্যয় নয়, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় যশ ও কোটালের দাপটে দিঘা তছনছ হয়ে গেছে। সেই বিধ্বস্ত দিঘাকে ফের পুরনো রূপে ফেরাতে যথেচ্ছ টাকা খরচ করা যাবেনা। এদিন স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী।

অতিশক্তিশালী ঘূর্ণিঝড় যশ ও ভরা কোটালের জোড়া দাপটে দিঘা কার্যত তছনছ হয়ে গেছে। সবে স্বচক্ষে দিঘার বেহাল দশা ঘুরে দেখে আসার পর এদিন মুখ্যমন্ত্রী বলেন, দিঘার প্রভূত ক্ষতি হয়েছে। সমুদ্রের ধারে সাজানো চেয়ার একটাও নেই। সব দোকানপসার ভেঙে তছনছ হয়ে গেছে।

পর্যটকদের বসার জন্য যে বাঁধানো পাঁচিল ছিল তার পাথরের টাইলস ভেঙে ভেঙে গেছে। রাস্তা সাজানো হয়েছিল সুন্দর করে। সেগুলিও ভেঙে গিয়েছে। এ সবকিছুই ফের সাজাতে হবে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

তবে তার জন্য যথেচ্ছ অর্থ বরাদ্দ হবে না। বরং পুরোটা সারানোর জন্য সঠিক দৃষ্টিকোণের প্রয়োজন রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন সমালোচনার সুরেই জানান, দিঘায় তিনি দেখেছেন রাস্তায় যে সিমেন্টের টাইলস বসানো হয়েছিল তা কংক্রিটের ওপর বসানো হয়েছিল। তাতে ওগুলি টিকবে না বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। সঠিক পদ্ধতি মেনে এগুলো বসাতে হবে।

মুখ্যমন্ত্রী এও বলেন বাঁধানো পাঁচিলের যে পাথরের অংশগুলি ভেঙেছে সেগুলিকে সারিয়ে ফেললেই হবে। এভাবে যতটুকু প্রয়োজন তা বুঝে সেটুকুই সারানোর খরচ বরাদ্দ হবে বলে এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

দিঘা পুনর্গঠনে যে যথেচ্ছ অর্থ বরাদ্দ তাঁর সরকার করবে না তা এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

Show More