Kolkata

৭২ জনের প্রাণ কেড়েছে আম্ফান, জানালেন মুখ্যমন্ত্রী

আম্ফানের তাণ্ডবলীলা কতজনের প্রাণ কাড়ল, এ প্রশ্ন ছিল সকলের। সেই উত্তরই বৃহস্পতিবার বিকেলে দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : গত বুধবার ঝড় কলকাতা ও সংলগ্ন এলাকা পার করে বেরিয়ে যাওয়ার পর দৃশ্যত ঝড়ের বিধ্বংসী চেহারায় মানসিকভাবে বিপর্যস্ত মুখ্যমন্ত্রী নবান্নে বসে জানিয়েছিলেন ১০-১২ জনের প্রাণ কেড়েছে এই প্রলয়। যদিও তখন কার্যত কিছুই জানা যাচ্ছিল না। এমনকি প্রশাসনও সব খবর পাচ্ছিল না। তারপর উদ্ধারকাজ শুরু হয় জোর কদমে। মাঝরাতেও চলে উদ্ধারকাজ। বৃহস্পতিবার ভোর হওয়ার পরে উদ্ধারকাজ আরও গতি পায়। আর তখনই বিভিন্ন এলাকা থেকে এক এক করে সামনে আসতে থাকে মৃত্যু সংবাদ।

গাছ পড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বা পুরনো দেওয়াল ধসে মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে জানান তখনও পর্যন্ত ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। আর বাকি ৫৭ জনের বিভিন্ন জেলা মিলিয়ে। যদিও এই সংখ্যা এখানেই যে থেমে থাকবে, তা নাও হতে পারে। অনেক প্রত্যন্ত এলাকার পরিস্থিতি এখনও পরিস্কার নয়।

মুখ্যমন্ত্রী এদিন মৃতদের পরিবারপিছু আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণেরও ঘোষণা করেছেন। ক্ষতিপূরণের টাকা রাজ্যের মন্ত্রীরা পৌঁছে দেবেন বলেও জানান তিনি। এমনকি এক এক জন মন্ত্রীকে এক একটি এলাকা পরিদর্শন করে সেখানে উদ্ধারকাজ সরেজমিনে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া ১ হাজার কোটি টাকার একটি ফান্ডও তৈরি করা হয়েছে। যা এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে খরচ করা হবে। এদিন মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্সের সঙ্গেও একটি বৈঠক করেন। প্রয়োজনীয় নির্দেশ দেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *