Kolkata

রাজ্যে বাড়ল লকডাউনের সময়সীমা

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার পর মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী দেশে লকডাউনের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত করার কথা জানান।

রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ল। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন করোনা মোকাবিলায় এ রাজ্যে লকডাউনের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী দেশে লকডাউনের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত করার কথা জানান।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা বলার পর তিনি তাতে সম্মতি জানান বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেই নন, অনেক মুখ্যমন্ত্রীই এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।

আগে প্রধানমন্ত্রীর ঘোষণা মেনে দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা হয়েছিল। সেই সময়সীমা এখনও শেষ হয়নি। তা শেষ হচ্ছে আগামী ১৪ এপ্রিল। কেন্দ্রের তরফে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি লকডাউন বাড়ানো নিয়ে। তবে পশ্চিমবঙ্গ সরকার ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিল এদিন।

আগেই রাজ্যের ১০টি হটস্পট লকডাউনের আওতায় আনা হবে বলে জানিয়েছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন ওই জায়গাগুলিতে সব দোকানও বন্ধ থাকবে। কেউ বাড়ি থেকে বার হতে পারবেননা। প্রশাসন সেখানকার মানুষের সবরকম সহায়তা করবে। তবে তিনি এও জানান এতে সাধারণ মানুষের অসুবিধা হবে ঠিকই, তবে তাঁদের আর কিছু করার নেই।

এসব জায়গার মধ্যে রয়েছে এগরা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার কিছু জায়গা, কলকাতার কিছু জায়গা, উত্তরবঙ্গের কালিম্পং। এই হটস্পটগুলি সিল করে দিচ্ছে রাজ্য সরকার।

Show More

One Comment

  1. আপনাদের এক বার ভাবা উচিত ছিল , সেটা হলো দেশের বিভিন্ন স্থানে অনেক রকমের আটকে আছে 24 ঘন্টা বাস চলাচল করলে কি খুব বেশি সমস্যা হবে, বাঁচা মরা তো এক আল্লাহর কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *