পুলিশের বিরুদ্ধে এত হেনস্থার অভিযোগ উঠছে কেন? কেন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এলে তা দ্রুত নেওয়া হচ্ছে। তাঁদের গ্রেফতার করা হচ্ছে। অথচ যখন বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তখন সেই অভিযোগ গ্রহণ করছে না পুলিশ। এটা কেন হচ্ছে? রীতিমত কড়া গলায় একথা মেদিনীপুরের ডেবরায় প্রশাসনিক বৈঠকে বসে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশ কর্তাদের উদ্দেশ্য করে এদিন রীতিমত ক্ষোভ উগরে দেন তিনি। তৃণমূল খুব সহজলভ্য হয়ে গেছে। তাই তাদের বিরুদ্ধে অভিযোগ দ্রুত গ্রহণ করা যায়। তাদের তুলে আনা যায়। এমনই মনে করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রীও। এদিন বিভাগীয় মন্ত্রীর কাছেই ধমক খেলেন পুলিশ কর্তারা। মমতা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নজর রাখুন যেন বাংলা বিকিয়ে না যায়।
রেড করতে যাওয়ার সময় পাচারকারীদের কাছে আগেই খবর পৌঁছে যাচ্ছে। তাদের খবর দিয়ে দেওয়া হচ্ছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এসব কারা করছে তা তিনি জানেন। রেড করতে যাওয়ার সময় যেন কেউ জানতে না পারে সেদিকে নজর রাখার কথা জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর তোপের মুখ থেকে রেহাই পাননি জেলাশাসকও। রাস্তাঘাটের উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সাফ জানান পিডব্লিউডি একেবারেই ভাল কাজ করছে না।