Kolkata

মোদী-মমতা সাক্ষাতের সম্ভাবনা, বৈঠক হতে পারে বুধবার বিকেলে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফের সাক্ষাৎ হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সম্ভাবনা তীব্র। যা শোনা যাচ্ছে তাতে বুধবার বিকেলেই বৈঠক হতে পারে দুজনের। তবে ঠিক কী কী বিষয় সেখানে উত্থাপিত হবে তা পরিস্কার নয়। যদিও মোদী-মমতার তলানিতে ঠেকা সম্পর্কের পরিস্থিতিতে এই বৈঠকের গুরুত্ব কতটা তা বলার অপেক্ষা রাখে না।

মঙ্গলবারই দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে অনেক দলের নেতাদের সঙ্গেই তাঁর কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট তৈরি করতে সব দলকে এক ছাদের তলায় আনার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় পুরোদমে করেছিলেন। তাতে অনেকটা সফলও হন। যদিও তার কোনও সুফল ভোটবাক্সে প্রতিফলিত হয়নি। বরং সেই জোটকে যে মানুষ মেনে নেয়নি তা বিজেপির তুফান তোলা ফলাফল থেকেই পরিস্কার।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ভোট মিটতে তাই অনেকটাই নিস্তেজ হয়ে পড়ে বিজেপি বিরোধী জোট। ফের কী তবে ভোটের পর বিরোধী নেতাদের একজোট করার চেষ্টা শুরু করছেন মমতা? এ প্রশ্ন যেমন উঠছে, তেমনই প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ঠিক কী নিয়ে সাক্ষাৎ করছেন মুখ্যমন্ত্রী? ফলে সামনের ২ দিন অবশ্যই রাজ্য তো বটেই এমনকি গোটা দেশের রাজনৈতিক মহলের নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *