Kolkata

সরকারি সম্পত্তি নষ্ট করলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

সরকারি সম্পত্তি নষ্ট করলে তার বিরুদ্ধে কঠোর আইন আনবে রাজ্য। এসব কোনওভাবেই বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন রেড রোডে খাদ্যসাথী দিবস ও পুলিশ অলংকরণ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা পরিস্কার করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ভাঙড়ে পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে আন্দোলনে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া বা রসপুঞ্জে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর কোনও কিছুই যে তিনি বরদাস্ত করবেন না তা এদিন সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগুন লাগালে তার ফলও ভুগতে হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। তিনি বলেন, অন্যের সম্পত্তি নষ্ট করা অপরাধ। সেখানে সরকারি সম্পত্তি মানে জনগণের সম্পত্তি। তা এভাবে আন্দোলন বা চিকিৎসায় গাফিলতির কথা বলে নষ্ট করা যাবে না। এদিন ভাঙড়ে চলতে থাকা আন্দোলনের জন্য বিরোধীদের দিকেই আঙুল তুলেছেন মমতা। সাফ জানিয়েছেন, কারা এসব করছে তা তিনি জানেন। ভোটে পরাজিত রাজনৈতিক দলগুলিকে বানপ্রস্থে যাওয়ার পরামর্শও দেন তিনি। এর পাশাপাশি এদিন ক্যাশলেস সমস্যার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

 


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *