National

‘ভারত মাতা কি জয়’ বলায় না, সাসপেন্ড বিধায়ক

‘ভারত মাতা কি জয়’ বলতে অস্বীকার করায় মহারাষ্ট্র বিধানসভা থেকে সাসপেন্ড করা হল অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তহাদুল মুসলিমিন বা এআইএমআইএম-এর বিধায়ক ওয়ারিস পাঠানকে। মুম্বইয়ের বাইকুল্লার বিধায়ক পাঠানের বিরুদ্ধে অভিযোগ তিনি বিধানসভার প্রতি অসম্মান প্রদর্শন করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগে সহমত ব্যক্ত করেন অন্যান্য দলের বিধায়কেরা। তিন দিন আগেই এআইএমআইএম-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেন তিনি কোনও মতেই ভারত মাতা কি জয় বলবেন না। কারণ এটা সংবিধান অনুযায়ী বাধ্যতামূলক নয়। আরএসএস প্রধান মোহন ভাগবতকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাঁর গলা ছুরি ঠেকালেও তিনি একথা বলবেন না। রাজ্যসভায় ওয়াইসির এই বক্তব্যের কড়া সমালোচনা করেন জাভেদ আখতার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button