National

ওয়াকআউট করল বিজেপি, সহজে শক্তির প্রমাণ দিলেন উদ্ধব

মহারাষ্ট্র বিধানসভায় উদ্ধব ঠাকরে সরকার তাদের সংখ্যা শক্তির প্রমাণ দিল সহজেই। বৃহস্পতিবার শপথগ্রহণ পর্ব সম্পূর্ণ হয়েছে। বাকি ছিল উদ্ধব ঠাকরে সরকারকে তাদের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ দেওয়ার। তা তারা সহজেই করে দেখাল। মহারাষ্ট্র বিধানসভায় আসন সংখ্যা ২৮৮। সরকার গড়তে কমপক্ষে ১৪৫ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। সেখানে এদিন ১৬৯ জন বিধায়কের সমর্থন পেল নতুন সরকার। ফলে হেলায় জয় এল।


শনিবার এই ভোটাভুটি বয়কট করে বিজেপি। ভোটাভুটি শুরুর আগে তারা কক্ষ ছেড়ে ওয়াকআউটও করে। ফলে কার্যত ফাঁকা মাঠেই গোল দিল ত্রিশক্তিতে তৈরি মহারাষ্ট্র সরকার। বিজেপির রয়েছে ১০৫ জন বিধায়ক। তাঁরা এদিন বেরিয়ে যান। সেইসঙ্গে বিজেপির সমর্থক কয়েকজন নির্দল বিধায়কও বেরিয়ে যান। ৪ জন বিধায়ক এদিন অনুপস্থিত ছিলেন। এর বাইরে এদিন পুরো সমর্থনই গেল সরকারের তরফে।

মহারাষ্ট্রে শিবসেনার দখলে রয়েছে ৫৬টি আসন। এনসিপি-র দখলে রয়েছে ৫৪টি আসন। কংগ্রেসের দখলে রয়েছে ৪৪টি আসন। যা মোটামুটি স্থির হয়েছে তাতে মুখ্যমন্ত্রীত্ব শিবসেনার হাতে রয়েছে। আর ২ উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন ২ দল এনসিপি ও কংগ্রেস থেকে। এই সরকার ৫ বছর পুরো কাজ করবে বলেই দাবি করেছে শিবসেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা



Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button