World

১৭ বছরে একাই আকাশে ডানা কিশোরের স্বপ্ন, সত্যি হল ১৮৩ দিনে

এ গল্প স্বপ্ন সত্যি হওয়ার গল্প। এক দুঃসাহসী কিশোরের গল্প। যে ৮০ দিনে না পারলেও ১৮৩ দিনে বিশ্ব ঘুরে ফিরে এল ঘরে। মেঘের ফাঁকে খেলার ছলেই ভ্রমণ সারল সে।

কোথাও মেঘ, কোথাও বৃষ্টি তো কোথাও ঝলমলে রোদ। কোথাও সবুজ অরণ্য, তো কোথাও সুনীল সমুদ্র তো কোথাও ধুধু বালির প্রান্তর। আবার কোথাও ঘিঞ্জি শহর। আকাশ থেকে সবই যেন অন্যরকম সুন্দর। সেই আকাশেই একা উড়ে চলেছে এক কিশোর।

উড়ছে তো উড়ছেই। হাতে সময় কম। অথচ পাড়ি দিতে হবে বহু দূর। সেই ছুটে চলা তার জন্য নিছকই উড়ে চলা। বিমানে চড়ে সে উড়ে চলেছে এ মহাদেশ থেকে অন্য মহাদেশ। এক দেশ থেকে অন্য দেশ। আর এই করতে করতেই সে ঘুরে ফেলেছে ৫২টি দেশ। এজন্য ২৫০ ঘণ্টা আকাশে উড়েছে সে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

একটি হালকা এক আসনের বিমানে এক ১৭ বছরের কিশোর যে দুঃসাহস দেখিয়েছে তা খতিয়ান বলছে বিশ্বে এর আগে হয়নি। এত কম বয়সে বিমানে চড়ে নিজেই সেই বিমানকে চালিয়ে বিশ্ব ভ্রমণের নজির এই প্রথম তৈরি হল। যা তৈরি করল ম্যাক রাদারফোর্ড।

১৭ বছরের এই কিশোর উড়ান শুরু করেছিল বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে। সেটা ছিল ২৩ মার্চ। তারপর বিশ্ব ঘুরে সে ১৮৩ দিন পর ফিরে এল সেই সোফিয়াতেই।

বুলগেরিয়া থেকে উড়ান শুরু করে ফের বুলগেরিয়াতেই ফেরার কারণ বুলগেরিয়ার একটি সংস্থাই তাকে তার এই অ্যাডভেঞ্চারের অর্থ জুগিয়েছে। তাই তাদের ইচ্ছা মানতেই হয়েছে। এখন এই দুঃসাহসী কিশোর কার্যত হিরোর সম্মান পাচ্ছে সর্বত্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *