বিখ্যাত নদীর জলে পা ডুবিয়ে সমালোচিত যুবক, পাশেও পেলেন অনেককে
গঙ্গার জলে মানুষ শুধু পা ডোবান না, স্নানও করেন। কিন্তু এক বিখ্যাত নদীর জলে এক যুবক পা দিতেই প্রবল সমালোচনার শিকার হলেন।
গঙ্গা, যমুনা, গোদাবরীর মত নদীগুলির জলে মানুষ হামেশাই নামেন। সেখানে স্নান করেন। যাকে মানুষ পুণ্যস্নান হিসাবেই মনে করেন। পবিত্র গঙ্গার জলে স্নানের পর অনেকে এক অন্য অনুভূতি লাভ করেন।
এই নদীগুলি কিন্তু মানুষের কাছে ঈশ্বরতুল্য। গঙ্গা বা যমুনা দেবীর মন্দির রয়েছে এই নদীগুলির উৎসস্থলের কাছে। যে নদীগুলিকে এমন এক উচ্চতায় স্থান দেন সাধারণ মানুষ সেখানে লন্ডন শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া টেমস নদীর জলে এক ভারতীয় যুবকের পা দেওয়াকে কেন্দ্র করে এমন সমালোচনার ঝড় নিয়ে কিছুটা বিস্মিত অনেক ভারতীয়।
ব্রিটেনে টেমস নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদীর ধারেই লন্ডনের মত শহর গড়ে ওঠে। ইউরোপের প্রথমসারিতে নাম নেওয়া নদীগুলির একটি অবশ্যই টেমস।
কিন্তু যেখানে ভারতে মানুষ গঙ্গা, যমুনার জলে পা দেন, স্নান করেন, সেখানে টেমস এমন কোন উচ্চতায় থাকা নদী যে তাতে পা পর্যন্ত ছোঁয়ানো যাবেনা? এই প্রশ্ন তুলছেন অনেকেই।
ইন্টারনেটে একটি ছবি ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় লন্ডনের টেমস নদীর জলে প্যান্টের নিচের অংশ কিছুটা গুটিয়ে পা দিচ্ছেন এক ভারতীয় যুবক। তাঁর সেই টেমসের জলে নামার ছবি তুলছেন অন্য একজন।
সেই ছবিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। তবে ওই যুবক অনেককে পাশেও পেয়েছেন। এটাও অনেকে প্রশ্ন তুলেছেন যে টেমসের জলে পা দেওয়া কি বেআইনি?
প্রসঙ্গত টেমস নদীর জলের দূষণ মাত্রার বাড়বাড়ন্ত নিয়ে হালে নানা মহলে আলোচনা চলছে। টেমসের জলে ইকোলাই জীবাণু এবং প্রচুর পরিমাণে আবর্জনা দেখতে পাওয়া গেছে।
টেমসের জল ব্যবহারের অযোগ্য বলেও মতামত সামনে এসেছে। সেই টেমসে পা ঠেকিয়ে এক যুবক কীভাবে এমন রোষের মুখে পড়লেন সেটাই অনেকে বুঝে উঠতে পারছেন না।













