
বড় বিপদ ঘটতেই পারত। কিন্তু বরাত জোরে সেই ফাঁড়া কেটেছে। অন্তত এমনই মনে করছেন রেলের পদস্থ কর্তারা। এদিন দুপুরে হাওড়ার ১৪নং প্ল্যাটফর্মে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি আস্ত ক্রেন। প্ল্যাটফর্মের একটা বড় অংশের তাতে ক্ষতিও হয়। কিন্তু ঠিক সেই সময়ে ওই অংশে কোনও লোক ছিল না। ফলে এত বড় দুর্ঘটনার পরও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ১৪নং প্ল্যাটফর্মের পাশেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলছে। সেখানেই ব্যবহার হচ্ছিল ক্রেনটি। এদিন সেটাই আচমকা ভেঙে পড়ে প্ল্যাটফর্মে। ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলে আরপিএফ। কিভাবে ক্রেন ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর ১৪নং প্ল্যাটফর্মে হাজির হন রেলের পদস্থ কর্তারা।