Kolkata

দেশের মধ্যে এক নম্বর, গর্ব করার তকমা পেল পেল সিটি অফ জয়

দেশের সেরা এক শহরের তকমা পেল তিলোত্তমা। যা অবশ্যই শহরবাসীর জন্য গর্বের। গর্বের এ রাজ্যের প্রশাসনের জন্যও। দেশের সেরা শহরগুলির মধ্যে সেরা হল এ শহর।

ভারতের সেরা শহরগুলির তালিকা মেট্রো সিটি দিয়েই করা হয়। দেশে যে কটি মেট্রো সিটি রয়েছে তার মধ্যে একটি কলকাতা। এবার সেই কলকাতার মুকুটে উঠল দেশের মধ্যে একটি ক্ষেত্রে সেরা শহর হওয়ার বিরল সম্মান। যা শহরবাসীকে গর্বিত করল, গর্বিত করল এই রাজ্যের মানুষকেও। সেইসঙ্গে অবশ্যই এটা রাজ্যসরকারের জন্য একটা বড় পাওনা।

দেশের মেট্রো শহরগুলির মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহরের সার্টিফিকেট পেয়েছে কলকাতা। তাও আবার খোদ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এই পালক কলকাতার মুকুটে গেঁথে দিয়েছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

যদিও তা নিয়ে কটাক্ষই করেছে বিরোধীরা। এমনকি আইনজীবীদের একাংশও কলকাতার এই সাফল্যকে অন্য আঙ্গিকে বিচার করেছেন।

তাঁদের মতে, পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা নেহাত কম নয়। বরং তাঁরা বেশ কিছু খতিয়ান তুলে ধরে দেখিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের ছবিটা আদৌও সুখকর নয়।

খতিয়ান তুলে তাঁরা দেখিয়েছেন দেশে গত এক বছরে মহিলাদের ওপর অ্যাসিড ছোঁড়ার ঘটনা ঘটেছে ১৭৪টি। যার মধ্যে পশ্চিমবঙ্গে ঘটেছে ৩৪টি।

রাজ্যে ২০২০ এবং ২০২১ সালের তুলনায় গুরুতর অপরাধের সংখ্যা বেড়েছে। ২০২০ এবং ২০২১ সালে অপরাধমূলক ঘটনার সংখ্যা ছিল ১ হাজারের নিচে। যা ২০২২ সালে ১ হাজার পার করেছে।

মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় দেশের মধ্যে সবচেয়ে প্রথমে রয়েছে রাজস্থানের নাম। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষের সুরেই জানিয়েছেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-কে যে তথ্য রাজ্যসরকার দেয় সেই তথ্যের ভিত্তিতে তারা এই তালিকা তৈরি করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *