Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ আরও কমল, মৃত্যু কমছে না

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় আরও কমল। অন্যদিকে দৈনিক মৃত্যু নামার প্রবণতা খুবই ধীরে। রাজ্যে নমুনা পরীক্ষা কিছুটা বেড়েছে।

রাজ্যে প্রায় লকডাউন ঘোষণার সুফল পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে ফের কিছুটা কমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন।

গত দিনের সাপেক্ষে বেশ কিছুটা কমল দৈনিক সংক্রমণ। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৫৪ হাজার ৯৫৬ জনে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৪ হাজার বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ হাজার ৫১৮টি। রাজ্যে এদিন কমেছে অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ২ হাজার ৩৯৮ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। গত দিনের তুলনায় ৩ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ১৪৮ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৫ হাজার ২৬৮ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৪৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ৪৪ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। এছাড়া নদিয়ায় ১৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৮ জন, হাওড়ায় ৭ জন, হুগলিতে ৭ জন, বাঁকুড়ায় ৫ জন ও জলপাইগুড়িতে ৫ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

দক্ষিণ দিনাজপুরে মারা গেছেন ৪ জন মানুষ। ২ জন করে মারা গেছেন দার্জিলিং, উত্তর দিনাজপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। এছাড়া ১ জন করে প্রাণ হারিয়েছেন কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৮ হাজার ৭৭৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৩৭ হাজার ২৯০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯১.৩২ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show More