National

বিয়ের অনুষ্ঠান থেকে সংক্রমিত শতাধিক, গলদঘর্ম প্রশাসন

একটি আদিবাসী গ্রামে বিয়ের অনুষ্ঠান হয়ে দাঁড়াল করোনা সুপারস্প্রেডার। প্রবল ভাবে ছড়াল করোনা। এখনও শতাধিক মানুষ সংক্রমিত হয়েছেন। হয়েছে মৃত্যুও।

একটি আদিবাসী গ্রামে ছিল বিয়ের অনুষ্ঠান। আমন্ত্রিত ছিলেন ২৫০ জন মানুষ। গ্রামের সকলেই প্রায় নিমন্ত্রিত ছিলেন। বিয়ে অনুষ্ঠিত হয় গত ১৪ মে।

সকলেই সেখানে যথেষ্ট আনন্দ করেন। তারপর এক সপ্তাহে কারও মধ্যেই কোনও উপসর্গ দেখা যায়নি। ২০ মে প্রথম ওই বিয়ের অনুষ্ঠানে থাকা একজনের দেহে করোনা পাওয়া যায়।

তারপর থেকে হুহু করে ওই বিয়ের অনুষ্ঠানে হাজির থাকা মানুষজন করোনা সংক্রমণের শিকার হতে থাকেন। পজিটিভ আসতে থাকে রিপোর্ট।

এই খবর কার্যত রাতের ঘুম কেড়েছে প্রশাসনিক আধিকারিকদের। কতজন ঠিক সংক্রমিত হয়েছেন তা এখনও তাঁরা বুঝে উঠতে পারছেন না।


রাতদিন এক করে এখন চলছে কন্টাক্ট ট্রেসিং। যাতে সংক্রমিতদের চিহ্নিত করে তাঁদের থেকে অন্য কারও করোনা হওয়া রোখা যায়। এভাবে ইতিমধ্যেই ওই বিয়ের অনুষ্ঠানে থাকা শতাধিক মানুষের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

ওই বিয়েতে আসা মানুষজনকে আলাদা থাকতে অনুরোধ করেছে প্রশাসন। বিয়ের অনুষ্ঠানে থাকা বরের বাবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে। মৃত্যু হয়েছে আরও ৪ জনের।

গোটা গ্রাম এখন আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। ওই বিয়ের অনুষ্ঠানে প্রায় কারও মুখেই মাস্ক ছিলনা বলে জানতে পারা গেছে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার খাম্মাম জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button