Kolkata

রাজ্যে এবার একদিনে ১৬ হাজারের দরজায় সংক্রমণ

রাজ্যে একদিনে সংক্রমণ ১৬ হাজারের দরজায় পৌঁছে গেল। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ৩ হাজার পার করেছে।

রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। রেকর্ড গড়ে এদিন সংক্রমিতের সংখ্যা একদিনে ১৬ হাজারের দরজায় পৌঁছে গেল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৮৮৯ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৪৩ হাজার ৯৫০ জনে।

এদিন নমুনা পরীক্ষা আগের দিনের মতই হয়েছে। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৬০০টি। রাজ্যে এদিনও বাড়ল অ্যাকটিভ রোগীর সংখ্যা। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮০০ জনে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের চেয়ে ২ জন কমেছে। এদিন মৃত্যু হয়েছে ৫৭ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৯৪১ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৫৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ১৮ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৫ জনের।

এছাড়া হাওড়ায় ৫ জন, জলপাইগুড়িতে ৩ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। ২ জন করে মানুষের প্রাণ গেছে দার্জিলিং, মালদা, নদিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে। এছাড়া ১ জন মানুষের প্রাণ গেছে পূর্ব বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৮ হাজার ৪০৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৪৪ হাজার ২০৯ জনে। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৮৬.৫৯ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show More