Kolkata

রাজ্যে ৩০০-র নিচে সংক্রমণ, মৃত ৭

রাজ্যে দৈনিক সংক্রমণ এখন ৫০০-র নিচেই ঘোরাফেরা করছে। গত একদিনে তা ৩০০-র নিচে নেমে গেছে। একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের।

কলকাতা : নতুন বছরের দ্বিতীয় দিনেই রাজ্যে দৈনিক সংক্রমণ ১ হাজারের নিচে নেমে যায়। যা বিগত কয়েক মাসে দেখতে পাওয়া যায়নি। এখন টানা তা ৫০০-র নিচে থাকছে। গত একদিনে তা ৩০০-র নিচে নেমে গেছে।

এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ২৫২ জন। নমুনা পরীক্ষা আগের দিনের চেয়ে প্রায় ৭ হাজার কমেছে এদিন। নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ২৪৩টি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৮ হাজার ৩৫৫ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫১ জন।

ডিসেম্বরের শুরুতে করোনায় মৃত্যু রাজ্যে ৫০-এর ঘরে ছিল। তারপর তা ৪০-এর ঘরেই ওঠানামা করছিল। তারপর ৩০-এর ঘরে নেমেছিল মৃত্যু। সেখান থেকে করোনায় রাজ্যে দৈনিক মৃত্যু ২০-র নিচে নামে গত কয়েকদিনে। এখন তা ১০-এর নিচে নেমে গেছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। আগের দিনের চেয়ে ১ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ১২২টি।

গত একদিনে যে ৭ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ১ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে নদিয়ায় ২ জন এবং হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৪১৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৮২ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.১৪ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার একটু একটু করে বাড়ছে। কিন্তু কলকাতা ও উত্তর ২৪ পরগনায় এখনও দৈনিক সংক্রমণ ও মৃত্যু অন্যান্য জেলার চেয়ে অনেক বেশি। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show More