Kolkata

রাজ্যে গত একদিনে করোনায় মৃত ৪৬

রাজ্যে দৈনিক সংক্রমণ গত একদিনে ২ হাজারের কিছুটা ওপরেই রয়ে গেল। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। যার মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা।

কলকাতা : নভেম্বর জুড়ে রাজ্যে সংক্রমণ প্রথমে ৪ হাজার ও তারপর তা নেমে সাড়ে ৩ হাজারের আশপাশে ঘোরাফেরা করেছে। দৈনিক মৃত্যুও মূলত ঘুরেছে ৫০-এর ঘরেই। ডিসেম্বরে পড়ে ৩ হাজারের ঘরেই ছিল সংক্রমণ। পরে তা নেমে আসে ২ হাজারি ঘরে। প্রতিদিন সামান্য করে হলেও কমছে সংক্রমণ। গত একদিনেও ২ হাজারের কিছুটা ওপরেই রয়ে গেছে সংক্রমণ।

রাজ্যে গত একদিনে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৯৩ জন। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ২৫৬টি। রাজ্যে এদিন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ২১১ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২০ হাজার ১৪৩ জন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

নভেম্বরে করোনায় দৈনিক মৃত্যু ঘোরাফেরা করেছে মূলত ৫০-এর ঘরে। ডিসেম্বরে পড়েও ধারা একই রয়েছে। তবে ডিসেম্বরে ৪০-এর ঘরেই মূলত পাওয়া যাচ্ছে দৈনিক মৃতের সংখ্যা।

গত একদিনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে ১ জন বেশি মানুষের প্রাণ গেছে করোনায়। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জন। গত একদিনে যে ৪৬ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ১১ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, হুগলিতে ৫ জন, হাওড়ায় ৪ জন এবং পশ্চিম বর্ধমানে ২ জনের প্রাণ গেছে করোনায়। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি এবং নদিয়ায় ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা গত দিনের চেয়ে সামান্য কমেছে। ২ হাজার ৭৬৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এদিন।

রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৮ হাজার ৮৭৭ জন। এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৪.৪৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *