Kolkata

রাজ্যে ১ দিনে মৃত ৬৪

যত পুজো এগোচ্ছে রাজ্যে ততই বেড়ে চলেছে সংক্রমণ। এখন ৪ হাজারের ওপর রয়েছে দৈনিক সংক্রমণ। অন্যদিকে গত একদিনে মৃত্যু হয়েছে ৬৪ জনের।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে। অবশেষে তা ৪ হাজারের ঘরে ঢুকে পড়েছে। ৪ হাজার ৬৯ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে। আগের দিনও প্রায় একই অবস্থায় ছিল সংক্রমিতের সংখ্যা।

উৎসবের মধ্যে সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা সামান্য কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৫৯২টি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশি যাই হোক, সংক্রমণের সংখ্যাটা বরং কিছুটা হলেও বাড়ছে। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩৩ হাজার ১২৬ জনে। যারমধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৭৯ জনে।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬৪ জনের। আগের দিনের চেয়ে ৩ জন বেশি। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৪ জন।

গত একদিনে যে ৬৪ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৯ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন, হাওড়ায় ৩ জন এবং হুগলিতে ৩ জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে ২ জন করে ব্যক্তির প্রাণ কেড়েছে করোনা।

এছাড়া কোচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা ও বীরভূমে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ৫৯৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৯১ হাজার ৩০৩ জন।

এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠার পর সুস্থতার হার সামান্য বেড়েছে। এদিন সুস্থতার হার হয়েছে ৮৭.৪৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *