Kolkata

রাজ্যে একদিনে মৃত ৩৯, সুস্থতার হার ফের ৬০-এর ওপর

রাজ্যে একদিনে করোনায় মৃত্যু রেকর্ড গড়ল। একদিনে মৃত্যু হল ৩৯ জনের। একদিনে এত মৃত্যু এর আগে হয়নি।

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ ২ হাজার ২০০-র ঘর ধরে রাখল। গত একদিনে তেমন বাড়েনি যেমন তেমন কমেওনি। গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ২ হাজার ২৯১ জন। ১৪ হাজার ৪০টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যক নতুন সংক্রমিতের খোঁজ মিলেছে। প্রসঙ্গত গত একদিনে কিন্তু করোনা পরীক্ষাও রেকর্ড গড়েছে রাজ্যে। এই প্রথম রাজ্যে ১৪ হাজারের ওপর নমুনা পরীক্ষা হল একদিনে। এদিকে রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৯ হাজার ৩২১ জন।

রাজ্যে যখন করোনা সংক্রমণ বাড়ছে, তখন মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হল ৩৯ জনের। এই প্রথম ২৪ ঘণ্টায় এত মানুষ এ রাজ্যে করোনায় প্রাণ হারালেন। ফলে রাজ্যে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২১ জন। গত একদিনে যে ৩৯ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৫ জন, উত্তর ২৪ পরগনায় ১১ জন। এছাড়া হুগলিতে ৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন, হাওড়ায় ২ জন এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিংয়ে ১ জন করে করোনায় প্রাণ হারিয়েছেন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

সংক্রমণ ও মৃত্যু যখন রাজ্যে বাড়ছে তখন সুস্থও হয়ে উঠছেন অনেকে। রাজ্যে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬১৫ জন। যার ফলে রাজ্যে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৬৫০ জন। রাজ্যে সুস্থতার হার ৬০ শতাংশ থেকে নেমে গিয়েছিল কদিন আগে। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যার হাত ধরে তা ফের ৬০ শতাংশের ঘরে ফিরেছে। রাজ্যে এখন সুস্থতার হার ৬০.১১ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *