Kolkata

রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ৪৪১

রাজ্যে করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। রাজ্য গত ১ দিনে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৪৪১ জন।

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা আরও বাড়ল। গত ১ দিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৪৪১ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৩ হাজার ৫৩১ জনে। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ হাজার ১২৬ জন। ১০ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা করে ৪৪১ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে।

রাজ্যে সংক্রমণ যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃতের সংখ্যা। গত ১ দিনে রাজ্যে ১১ জনের করোনায় মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪০ জন। মৃতের সংখ্যার নিরিখে এখনও শীর্ষে রয়েছে কলকাতা। তবে ক্রমশ কলকাতায় দৈনিক মৃত্যু কমছে। কলকাতায় এখনও পর্যন্ত ৩২৩ জনের করোনায় প্রাণ গেছে। মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় মৃত্যু হয়েছে ৮০ জনের। তার পিছনেই রয়েছে হাওড়া। যেখানে ৭২ জনের প্রাণ কেড়েছে করোনা।

সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার হারও ক্রমশ বাড়ছে। গত ১ দিনে রাজ্যে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬২ জন। ফলে রাজ্যে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠলেন ৭ হাজার ৮৩৫ জন। সুস্থ হয়ে ওঠার শতাংশের হার পৌঁছে গেছে ৫৮.১২ শতাংশে। যা অবশ্যই কিছুটা হলেও স্বস্তির।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *