Kolkata

রাজ্যে একদিনে রেকর্ড সংক্রমণ, সংক্রমিত ৪২৭

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বাড়ছিল। শুক্রবার তা নতুন রেকর্ড গড়ল।

কলকাতা : রাজ্যে একদিনে নতুন করে করোনা সংক্রমণ রেকর্ড গড়ল। রাজ্যে একদিনে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৪২৭ জন। ফলে রাজ্যে করোনা সংক্রমিতের মোট সংখ্যা গিয়ে দাঁড়াল ৬ হাজার ৮৭৬ জনে। অর্থাৎ ৭ হাজার প্রায় ছুঁয়ে ফেলল রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা। যখন মন্দির, মসজিদ, গির্জা খুলে যাচ্ছে। যখন বাস চালু হয়ে যাচ্ছে পুরোদমে। যখন মল থেকে রেস্তোরাঁ সবই খুলতে চলেছে। সেখানে এভাবে সংক্রমণও তাল মিলিয়ে বেড়ে চলা সাধারণ মানুষকে চিন্তায় ফেলেছে।

রাজ্যে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৯৪ জন। অর্থাৎ মৃতের সংখ্যাও ৩০০-র দোরগোড়ায় গিয়ে ঠেকেছে। এদিন ১৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে সুস্থ হওয়ার সংখ্যাও প্রায় ৩ হাজার ছুঁই ছুঁই করছে। এখনও ২ হাজার ৯১২ জন সুস্থ হয়ে ফিরতে পেরেছেন। সুস্থতার হার ৩৯.৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

রাজ্যে যখন করোনা সংক্রমণ বাড়ছে তখন আনলক-১-এর মধ্যে দিয়ে চলা ভারতেও ক্রমশ লাফ দিচ্ছে সংক্রমণ। গত একদিনে দেশে করোনা সংক্রমণের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। ৯ হাজার ৮৫১ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। ফলে সংক্রমণ দিনে ১০ হাজারে পৌঁছেই গেল প্রায়। এদিন মৃত্যু হয়েছে একদিনে ২৭৩ জনের। একদিনে করোনায় মৃত্যুর নিরিখে এটাও চিন্তার ভাঁজ পুরু করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *