Kolkata

হাসপাতালে গিয়ে অর্জুন সিংকে দেখে এলেন রাজ্যপাল

গত রবিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষের মাঝে আহত হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর মাথা ফাটে। স্টিচ পড়ে। পরে তাঁকে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে দেখতে গত রবিবার রাত থেকেই বিজেপি নেতারা আসছিলেন হাসপাতালে। সোমবার সকালে এলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পরে রাজ্যপাল বলেন, রাজ্যে আইনের শাসন থাকা জরুরি। একজন সাংসদের ওপর আক্রমণ অভিপ্রেত নয় বলেও বুঝিয়ে দেন তিনি। সেইসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও মনে করছেন রাজ্যপাল। সবকিছু নিয়ে তিনি যে ব্যথিত তাও জানিয়ে যান রাজ্যের নতুন রাজ্যপাল। রাজ্যপালের হাসপাতালে এসে অর্জুন সিংকে দেখে যাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গত রবিবার পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ বাঁধে শ্যামনগরে। তারপর সেই অশান্তি ছড়ায় জগদ্দল, কাঁকিনাড়া, ভাটপাড়া এলাকায়। প্রবল সংঘর্ষ থামাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার নিজেই বিশাল বাহিনী নিয়ে পথে নামেন। অবস্থা সামাল দিতে কমিশনার মনোজ বর্মাকে শূন্যে গুলিও চালাতে দেখা যায়। তাঁকে লক্ষ্য করেও উড়ে আসে ইট। ইট, বোতলের বৃষ্টি হতে থাকে ২ তরফ থেকে। সেখানে হাজির হন বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর মাথায় আঘাত লাগে। মাথা ফেটে যায়। রক্ত ঝরতে থাকে। এই ঘটনায় অর্জুন সিং সরাসরি দাবি করেন, তাঁর মাথায় ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা আঘাত করেছেন। যদিও ইটের ঘায়ে তাঁর মাথা ফেটেছে বলেই মনে করছে পুলিশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *