Kolkata

শুভাপ্রসন্ন, শিবাজি পাঁজাকে সমন পাঠাল সিবিআই

বিশিষ্ট চিত্রকর শুভাপ্রসন্ন ও ব্যবসায়ী শিবাজি পাঁজাকে সমন পাঠাল সিবিআই। চিটফান্ড সংক্রান্ত ২টি মামলায় ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। শুভাপ্রসন্নকে যেখানে ডেকে পাঠানো হয়েছে সারদা মামলা নিয়ে, সেখানে শিবাজি পাঁজাকে ডেকে পাঠানো হয়েছে রোজভ্যালি নিয়ে। সারদা ও রোজভ্যালি, ২টি চিটফান্ডই বহু কোটি টাকার কেলেঙ্কারি। সেখানে এঁদের ২ জনকে তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

শুভাপ্রসন্ন ও শিবাজি পাঁজা। এঁরা ২ জনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। শিবাজি পাঁজাকে এর আগে ২০ জুন জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তাঁদের বেশ কিছু পেন্টিং বিক্রি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আবার তাঁকে তলব করল সিবিআই। তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর দফতরে হাজির হতে বলা হয়েছে।

চিত্রকর শুভাপ্রসন্নকে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সারদা চিটফান্ডের কর্তা সুদীপ্ত সেনকে একটি টিভি চ্যানেল বিক্রি করেন তিনি। সেই চ্যানেলটি তখন কার্যকরী অবস্থায় ছিল না। ওই টিভি চ্যানেল বিক্রি সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার অবশ্য তাঁকে কেন তলব তা পরিস্কার নয়। তবে চিটফান্ড তদন্তে যে সিবিআই তৎপর হয়েছে তা পরিস্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *