Entertainment

আজকে দাঁড়িয়ে ‘কভি খুশি কভি গম’ বানানো অসম্ভব, কেন তাও জানালেন করণ জোহর

২০০১-এ যে সিনেমা তৈরি করা সম্ভব হয়েছে তা এখন কেন বানানো যাবেনা? করণ জোহর কিন্তু জানিয়েছেন এই সিনেমা এখন বানানো অসম্ভব। কেন তাও পরিস্কার করেছেন তিনি।

২০০১ সালের সুপারহিট সিনেমা কভি খুশি কভি গম তার সাফল্যের জন্যই বিখ্যাত নয়, বিখ্যাত একই ফ্রেমে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, করিনা কাপুরের মত এক ঝাঁক তারকাকে পাওয়ার জন্যও।

হালে এই ব্লকবাস্টার সিনেমার পরিচালক করণ জোহর একটি শো-তে এসেছিলেন। সেখানে নিজের তৈরি সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তিনি সাফ জানান কভি খুশি কভি গম এখন আর তৈরি করা সম্ভব নয়। ২০০১-এ যে সিনেমা তৈরি করা সম্ভব হয়েছিল, তা এখন কেন সম্ভব নয়? এর উত্তরও চাঁচাছোলা ভাষায় জানিয়েছেন করণ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

করণ জোহরের দাবি, এই সিনেমা তৈরি করা যে প্রচুর ব্যয়বহুল তা তো তার মাল্টি স্টারের উপস্থিতি থেকেই পরিস্কার। তখন সিনেমায় নেওয়া তারকাদের এখন নিতে গেলে যে টাকা প্রত্যেকে চাইবেন তা খরচ করা মুশকিল। প্রায় অসম্ভব।

তাই এখন মাল্টি স্টার সিনেমা তৈরিই প্রায় বন্ধ হয়ে গেছে। এতজন তারকার পারিশ্রমিকের যে অঙ্ক হয় তা তাঁদের দিয়ে তারপর সিনেমা তৈরির খরচ ও বাকি অভিনেতাদের টাকা দেওয়া কার্যত বিপুল অঙ্কের ধাক্কা। যা এখন সম্ভবই নয়।

তবে করণ আশা ছাড়েননি। বলিউডের অন্যতম সফল পরিচালকের আশা একদিন ফের এই মাল্টি স্টার সিনেমা ফিরে আসবে বলিউড ইন্ডাস্ট্রিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *