Business
বিল গেটসকে পিছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তি জেফ

অবশেষে বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তির তকমা হারালেন মাইক্রোসফট কর্তা বিল গেটস। গেটসকে টপকে গেলেন অ্যামাজন কর্তা জেফ বেজোস। এদিন শেয়ার বাজারে অ্যামাজনের উত্থান জেফকে বিশ্বের ধনীতম ব্যক্তি করে তুলল। যার জেরে ১৯৯৫ সাল থেকেই বিশ্বের ধনীতম ব্যক্তির শিরোপা ধরে রাখা বিল গেটস পিছনে পড়ে গেলেন।
ইতিহাস বলছে ১৯৯৫ সাল থেকে বিশ্বের ধনীতম ব্যক্তি হিসাবে বিল গেটস রাজত্ব করেছেন। ২৩ বছরে শুধু ২ বার তিনি পিছিয়ে পড়েছেন। একবার তাঁকে টপকেছেন বার্কশায়ার হ্যাথওয়ের ওয়ারেন বাফে ও একবার মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম হেলু। এদিন অ্যামাজনের শেয়ারের ১ শতাংশ বৃদ্ধি একধাক্কায় মাইক্রোসফট কর্তাকে বিশ্বের ধনীতম থেকে একধাপ নামিয়ে দিল। সেখানে উঠে এলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার জেফ বেজোস।