SciTech

বিশ্বের ক্ষুদ্রতম বানর, কি খায় পেয়ারার আকারের বানররা

বানর কেমন দেখতে হয় সকলেই জানেন। ছোট চেহারার বানরও হয়। তা বলে একটা পেয়ারার আকারের একটা বানর শুনলে অবাকই লাগে। এরা থাকে কিন্তু এক ভয়ংকর জঙ্গলে।

বিশ্বের অন্যতম এক ভয়ংকর জঙ্গলে এদের বাস। নিজেদের ছোট্ট চেহারার জন্য তারা সংঘবদ্ধভাবে থাকে। এমনিতেই বানররা একসঙ্গে মিলেই থাকতে পছন্দ করে। এরা থাকে ৮ থেকে ১০ জনের একটি করে ছোট ছোট দল করে।

তবে এরা বহরে ছোট্ট হলেও এদের বাসস্থান সর্বদা বিপদসংকুল এক গহন জঙ্গল। যেখানে মানুষ প্রবেশ করতে ভয় পায়। পদে পদে অপেক্ষা করে থাকে বিপদের হাতছানি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এ বাঁদররা কিন্তু সেখানেই থাকে। চেহারায় হাতের তালুর চেয়েও ছোট। ওজন খুব বেশি হলে ১০০ গ্রাম। অনেকেই বিশ্বাস করতে পারবেন না এমন ছোট্ট কোনও বানর হতে পারে। এরাই হল বিশ্বের সবচেয়ে ছোট চেহারার বানর। নাম পিগমি মার্মোসেট। অনেকে এদের ফিঙ্গার মার্মোসেট বলেও ডাকেন।

অ্যামাজনের গহন জঙ্গলে গেলে এদের দেখা মেলে। সেখানেই দিব্যি বসবাস করে তারা। তবে ব্রাজিল ছাড়াও এদের দক্ষিণ আমেরিকার অ্যামাজনের কাছের দেশগুলিতে দেখতে পাওয়া যায়।

১৮০ ডিগ্রি ঘাড় ঘোরাতে অভ্যস্ত পিগমি বানররা নদী বা জলা আছে এমন জায়গার গাছে থাকতে পছন্দ করে। খাবারও বেশ অদ্ভুত। গাছের আঠা জাতীয় রস খেতে পছন্দ করে এরা।

এজন্য গাছের গুঁড়িতে নখ দিয়ে খুঁটে গর্ত করে রাখে। তারপর সেই গর্তে গাছের রস জমা হলে জিভ দিয়ে চেটে খেয়ে নেয়। এছাড়া প্রজাপতি খেতে পছন্দ করে এরা। টুকটাক ফলও খেয়ে থাকে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *