Business

বিল গেটসকে হারিয়ে বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন জেফ বেজোস


বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে? এ প্রশ্ন উঠলেই সকলে এক বাক্যে বলে উঠতেন বিল গেটস। মাইক্রোসফট কর্তার এই তকমা কম দিনের নয়। মাঝে একটি বারের জন্য তা হাত ছাড়া হলেও, পরের বছর তা ফের করায়ত্ত করেন বিল। ফলে বিশ্ব জুড়ে কার্যত মিথে পরিণত হয়েছিলেন বিল গেটস। তিনি ছাড়াও যে বিশ্বে ধনীর আসন কেউ দখল করতে পারেন তা কেমন যেন বিশ্বাস করতে পারছেন না অনেকেই। কিন্তু সেটাই হয়েছে।


বিল গেটসকে সরিয়ে যিনি বিশ্বের ধনীতম ব্যক্তির আসনে বসে পড়লেন তিনি অ্যামাজন ডট কম কর্ণধার জেফ বেজোস। অনলাইন শপিংয়ের এই সাইটের মালিকের সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ ২৬ হাজার ৮৬২ কোটি টাকা! যা বিল গেটসের সম্পত্তিকে ৫৫ বিলিয়ন ডলারে ছাপিয়ে গেছে। এশিয়ার ধনীতম ব্যক্তি রয়ে গেছেন আলিবাবা গ্রুপের চেয়ারম্যান জ্যাক মা।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *