১টি মাছ বিক্রি হল প্রায় ২৯ কোটি টাকায়, কি আছে ওই মাছে
মাছ ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের একটি প্রিয় খাবার। মৎস্যপ্রিয় বাঙালির তো মাছ ছাড়া চলেই না। তা বলে একটা মাছের দাম প্রায় ২৯ কোটি টাকা।
বাঙালির ঘরে ঘরে মাছের কদরই আলাদা। প্রতিদিন পাতে একটুকরো মাছ তো চাই। ফলে বাঙালির কাছে কোন মাছের দাম কত তা পরিস্কার। কিন্তু বাঙালি তো বটেই, এমনকি গোটা বিশ্বের মৎস্যপ্রিয় মানুষের চোখ ছানাবড়া করে দিল একটা মাছের দাম।
যে দামে বিক্রিও হয়ে গেল সেই মাছ। দাম উঠল ভারতীয় মুদ্রায় ২৮ কোটি ৮৩ লক্ষের কিছু বেশি। অনেক মাছ নয়। ১টি মাছের দাম পড়ল এটা। কিনল একটি রেস্তোরাঁর চেন। মাছটির ওজন ২৪৩ কেজি।
ফলে এটা তো পরিস্কার যে এ মাছ দিঘি, পুকুর বা নদীর নয়। এ মাছ সমুদ্রের। তবে যে মাছের এই দাম উঠল তার স্বাদের কদর বিশ্বের নানা প্রান্তে রয়েছে। জাপানে আবার এ মাছের আকর্ষণই আলাদা। মাছটির নাম টুনা।
একটি নীল পাখনার টুনা মাছ ধরা পড়েছিল। যার ওজন ২৪৩ কেজি। ফলে তার চেহারা যে কতটা বড় তা অনুমেয়। টোকিওর বিখ্যাত মাছের বাজার তোয়োসু-তে নিলামে ওঠে মাছটি। দাম চড়তে থাকে।
অবশেষে একটি সুশি খ্যাত রেস্তোরাঁ এটি কিনে নেয়। সেজন্য রেকর্ড ভাঙা প্রায় ২৯ কোটি টাকা খরচ করে। জাপানে টুনা মাছের জনপ্রিয়তা নজরকাড়া। তবে এত দাম দিয়ে এর আগে কোনও টুনা মাছ বিক্রি হয়নি। ফলে নতুন বছরের গোড়ায় এটা একটা রেকর্ডও তৈরি করল।













