বিরল দৃশ্য, কৃষকদের ফসল বাঁচাচ্ছে সাতরঙা রামধনু
মানুষের বেঁচে থাকার প্রাথমিক চাহিদার তালিকায় থাকে খাদ্য। কৃষিকাজ ছাড়া পৃথিবীর কোনও দেশই সেই চাহিদা পূরণ করতে পারেনা। সেই ফসল বাঁচাচ্ছে রামধনু।

সময়ের সঙ্গে সারা পৃথিবীতেই কৃষিকাজে নানা উন্নয়ন দেখা যাচ্ছে। মানুষের খাদ্যের চাহিদা পূরণ করতে ভবিষ্যতের জন্য ফসলের বীজ পর্যন্ত সংরক্ষণ করে রাখা হচ্ছে। তবে পোকামাকড়ের হাত থেকে ফসল রক্ষা করাটা কৃষকদের কাছে আজও একটা বড় চ্যালেঞ্জ।
কৃষকদের বহু পরিশ্রমের বিনিময়ে ফলানো ফসলকে অনেকসময়ই পোকামাকড়রা নষ্ট করে দেয়। ফলে কৃষকরাও ফসলের লাভ ঘরে তুলতে পারেননা। ফসলকে রক্ষা করার জন্য তাঁরা নানারকম নতুন নতুন প্রযুক্তি ও পদ্ধতির সাহায্যও নিয়ে থাকেন।
সম্প্রতি জাপানের কৃষকরা ফসল রক্ষায় এক নতুন ধরনের পদ্ধতি অবলম্বন করছেন। এই অভিনব পদ্ধতিটি পরিবেশ বান্ধব তো বটেই, আবার স্বাস্থ্যের জন্যও বেশ উপকারি। আর চোখের জন্যও দৃষ্টিনন্দন। কিন্তু কি সেই পদ্ধতি?
কৃষকরা প্রাকৃতিক পদ্ধতিতে ফসল রক্ষা করার চেষ্টা করেন। এতে পোকার হাত থেকেও রক্ষা পাওয়া যায়, আবার ফসলেও কোনও ক্ষতিকর রাসায়নিকের প্রভাব পড়েনা। এরকমই এক পদ্ধতি হল রামধনু জাল-এর ব্যবহার। এই জাল ব্যবহারের মাধ্যমে জাপানি কৃষকরা উপকার পেয়েছেন।
অভিনব রামধনু জালের ব্যবহার কৃষিক্ষেত্রে নতুন রাস্তা খুলে দিয়েছে। এই জালে সূর্যের আলো প্রতিফলিত হয়। ফলে নানা রঙ তৈরি হয়। আর সেই রঙের ছটায় পোকামাকড়রা বিভ্রান্ত হয়ে ফসলের কাছে আসেনা। ফলে ফসল রক্ষা পায়।
এটি জাপানের টেকসই কৃষিচর্চার একটি অংশ। এই পদ্ধতিতে পরিবেশের ক্ষতি না করেই ফসল উৎপাদন ও তাকে রক্ষা করা যায়। কীটনাশকের ব্যবহার কমানো যায় বলে এটিকে পরিবেশ বান্ধব কৌশলও বলা হয়। এর ফলে একইসঙ্গে কৃষিজমি এবং মানুষের স্বাস্থ্যের উপকার হয়।