World

৩ ধরনের করোনা সংক্রমণে কাবু ১১ বছরের বালক

৩ ধরনের করোনা সংক্রমণের শিকার হল এক ১১ বছরের বালক। গত ২ বছরে সে ৪ বার কোয়ারেন্টিনে কাটিয়ে ফেলেছে। এমন ঘটনা গোটা বিশ্বে বিরল।

একবার করোনা সংক্রমণের শিকার মানুষ করোনা পরবর্তী প্রভাব থেকে বাইরে বার হতেই হিমসিম খাচ্ছেন। করোনা হওয়ার পর তা থেকে জন্ম নেওয়া নানা শারীরিক সমস্যা মানুষকে মাসের পর মাস ভোগাচ্ছে।

একবার করোনা হওয়ার ধাক্কাই সামলানো দায় হচ্ছে বহু মানুষের। সেখানে মাত্র ১১ বছর বয়সেই ৩ ধরনের করোনায় আক্রান্ত হল বালক।

তার কাছে এখন একান্তে থাকা, করোনা হলে কি কি করণীয়, কীভাবে একান্তে সময় কাটবে এ সবকিছুই জলভাত হয়ে গেছে।

ইতিমধ্যেই সে আলফা, ডেল্টা ও এখন ওমিক্রন প্রকারে আক্রান্ত। আপাতত ওমিক্রনে আক্রান্ত হয়ে সে একান্তে ঘরে থাকছে। এমন ঘটনা গোটা বিশ্বে বিরল বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

ওই বালক সংবাদ সংস্থাকে জানিয়েছে সে ভাল আছে। ওমিক্রনে আক্রান্ত হলেও তার তেমন কোনও উপসর্গ নেই। বরং গত ২ বার যখন করোনা হয় তখন অনেক বেশি ভুগতে হয়েছিল তাকে বলে জানিয়েছে ইজরায়েলের বাসিন্দা ১১ বছরের অ্যালন হেফগট।

হেফগট জানিয়েছে, গত ২ বার করোনা তাকে খুব কাবু করেছিল। আলফা ধরনে আক্রান্ত হওয়ার পর তার খুব জ্বর আসে। তবে এখন ওমিক্রনে আক্রান্ত হয়ে আলাদা থাকলেও তার কোনও শারীরিক সমস্যা নেই।

ঘুমিয়ে আর মোবাইল দেখে সময় কাটছে। মাত্র ১১ বছর বয়সেই করোনা সম্বন্ধে তার একটা পরিস্কার ধারনা তৈরি হয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *