Sports

পেসাররা সাবধান, সতর্ক করলেন ইরফান পাঠান

পেসারদের সতর্ক করলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন পেসার ইরফান পাঠান। তিনি নিজেই জানিয়েছেন পেসারদের নিয়ে রীতিমত ভয়ে আছেন তিনি।

মুম্বই : গত মার্চেই করোনার কারণে বন্ধ হয়ে গেছে ক্রিকেট। তারপর এই জুলাইতে এসে প্রথম মাঠে ফিরল ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ দিয়ে। যার হাত ধরে এবার আরও বেশি করে ক্রিকেট মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। এই অবস্থায় পেসারদের নিয়ে রীতিমত চিন্তায় প্রাক্তন পেসার ইরফান পাঠান। তিনি নিজেই জানিয়েছেন, তিনি রীতিমত ভয়ে ভয়ে আছেন।

কেন চিন্তিত ইরফান? ইরফান জানিয়েছেন, ব্যাটসম্যানদের জন্য এই সমস্যা হবেনা। সমস্যা হবে না স্পিনারদেরও। কিন্তু পেসারদের ২৫ গজের মত ছুটতে হয়। বলের গতি থাকে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এতমাস পর হঠাৎ মাঠে নেমে এমন গতিতে বল করতে যাওয়া কিন্তু ভয়ংকর হতে পারে পেসারদের জন্য বলে মনে করছেন ইরফান। তাঁর মতে, প্রথমেই এতটা জোরে বল করাটা পেসারদের জন্য ভুল হবে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

ইরফান জানান, একজন ব্যাটসম্যান বা স্পিনারের জন্য ছন্দে ফেরা যতটা দ্রুত সম্ভব, একজন পেসারের পক্ষে নয়। তাই আস্তে আস্তে তাঁদের ছন্দে ফিরতে হবে। কমপক্ষে পেসারদের ৪ থেকে ৬ সপ্তাহ মাঠে নামার পর সময় নেওয়া উচিত তাঁর নিজস্ব গতিতে বল করার জন্য। ইরফানের মতে, পেসারদের শরীর শক্ত হয়ে গেছে। ফলে তাঁদের ছন্দে ফিরতে সময় লাগবে। না হলে বড় ধরনের আঘাত লাগতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *