National

অনলাইনে ট্রেনের টিকিট, ১ টাকায় বিমার সুযোগ

আইআরসিটিসি থেকে অনলাইনে ট্রেনের টিকিট কাটলেই মিলবে বিমার সুযোগ। তবে তার জন্য মাথা পিছু ট্রেনের টিকিটের মূল্যের সঙ্গে বাড়তি আরও ১ টাকা খরচ করতে হবে। তবে এটা বাধ্যতামূলক নয়। চাইলে কেউ টিকিট কাটার সময় এই সুযোগ ব্যবহার নাও করতে পারেন। আগামী সেপ্টেম্বর থেকে আইআরসিটিসি এই বিমার সুযোগ চালু করতে চলেছে। অনলাইনে টিকিট কাটার সময় ১ টাকায় বিমার একটা অপশন দেওয়া হবে। রাজি থাকলে সেটি সিলেক্ট করতে হবে গ্রাহককে। সব শ্রেণির ক্ষেত্রেই বিমারাশি ১টাকা। কী কী সুযোগ মিলবে এই বিমা করলে? ১ টাকার বিনিময়ে একজন গ্রাহক ট্রেন ভ্রমণের সময়ে কোনও দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলে বা আজীবনের জন্য স্থায়ী সম্পূর্ণ প্রতিবন্ধকতার শিকার হলে তাঁকে সর্বাধিক ১০ লক্ষ, আংশিক শারীরিক প্রতিবন্ধকতার শিকার হলে তাঁকে সর্বাধিক সাড়ে ৭ লক্ষ টাকা ও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হলে তাঁকে সর্বাধিক ২ লক্ষ টাকা বিমা দেওয়া হবে। এছাড়া মৃত্যু হলে বা আহত হলে বা সন্ত্রাসবাদী হানা, ডাকাতি, লুঠ সহ অন্যান্য ক্ষেত্র বিশেষে ১০ হাজার টাকা করে বিমা রাশি দেওয়া হবে। এই সুবিধা চালু করতে আইআরসিটিসির কাছে ১৯টি বিমা সংস্থা আবেদন জানিয়েছিল। যারমধ্যে ৩টি নির্বাচিত হয়েছে। আইসিআইসিআই লোম্বার্ড, রয়্যাল সুন্দরম ও শ্রীরাম জেনারেল। এই ৩টি সংস্থাকে রোটেশনাল ভাবে বিমা করানোর সুযোগ দেওয়া হবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *