Sports

মুম্বইকে তাদের মাঠেই হারিয়ে দিল রাজস্থান

জলে গেল ডি ককের দুরন্ত ৮১ রানের ইনিংস। কারণ তাঁর চেয়েও ভয়ংকর হয়ে গেলেন জস বাটলার। টি-২০-তে একজন যদি বিধ্বংসী খেলে দিতে পারেন। তাহলে কিন্তু জয় অনেক সময়েই হাতে এসে যায়। শনিবার প্রথম খেলায় মুম্বইকে তাদের ঘরের মাঠ ওয়াংখেড়েতেই হারিয়ে দিল রাজস্থান। ৩ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয়ী হয় মরুরাজ্যের গোলাপি দল। ম্যাচের সেরা হন বাটলার। তবে মুম্বইকে হারালেও রাজস্থানের লিগ টেবিলে অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি।

টস জিতে এদিন মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্কা রাহানে। এদিন দলে ফেরেন রোহিত শর্মা। রোহিত-ডি কক জুটি এদিন মুম্বইকে যে শুরু দেয় তাতে অনেকেই মনে করছিলেন এদিন মুম্বই জিতবে সহজেই। রোহিত ৪৭ রান করে আউট হন। ডি ককের সঙ্গে জুটি বাঁধেন সূর্যকুমার যাদব। কিন্তু ৬ রান করে ফেরেন সূর্য। আগের ম্যাচে একা লড়ে মুম্বইকে জেতানো পোলার্ড এদিন ৬ রানেই আউট হয়ে যান। তবে একদিক একাই ধরে রাখছিলেন ডি কক। তিনি আউট হন ৮১ রান করে। হার্দিক করেন ২৮ রান। মুম্বই ২০ ওভারের শেষে করে ১৮৭ রান।

১৮৮ রান করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে রাহানে এদিন রান পান। তিনি করেন ৩৭ রান। কিন্তু বাটলার ধরে রেখেছিলেন ম্যাচ। স্যামসনের সঙ্গে জুটি বেঁধে দ্রুত রান তুলতে থাকেন বাটলার। বাটলার আউট হন ৮৯ রানে। তিনি যখন আউট হন তখন ম্যাচ কিন্তু রাজস্থানের হাতে চলে এসেছে। ১৭০ রানের মাথায় আউট হন স্যামসন। তখন আর বাকি ১৮ রান। কিন্তু এই রান তুলতে ৩টি উইকেট হারায় রাজস্থান। চেপে ধরে মুম্বই। অবশেষে এস গোপাল প্রয়োজনীয় রান তুলে দেন। ম্যাচের সার হন বাটলার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *