সমুদ্রে ভাসবে কিন্তু নুন ছোঁবে না, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ভান্ডারে অভিনব সুবিধা
সমুদ্রে মানেই তো অফুরান নুন জল। সেই সমুদ্রেই ভেসে বেড়াতে হয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে। তাদের ঝুলিতে এবার আরও এক অভিনব সুবিধা যুক্ত হল।

ফের এক বড় সাফল্য অর্জন করল ভারতীয় প্রতিরক্ষা বিভাগ। উপকূলরক্ষী বাহিনীকে সমুদ্রে অতন্দ্র প্রহরায় থাকতে হয়। উপকূলকে রক্ষা করার দায়িত্ব তাদেরই। তাদের দিনের পর দিন ভেসে বেড়াতে হয় সমুদ্রে।
তবে আগামী দিনে তারা নুন জলে দেশের সেবায় ব্রতী থাকবে ঠিকই, কিন্তু নুন তাদের স্পর্শ করবেনা। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এবার বানিয়ে ফেলল সমুদ্রের নুন জল থেকে নুন ছেঁটে ফেলার উপায়।
যা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজে লাগানো থাকবে। প্রয়োজনে সেই যন্ত্রকে কাজে লাগিয়ে সমুদ্রে ভাসমান অবস্থাতেই কোস্ট গার্ডের জাহাজে সমুদ্রের নুন জলকে নুনহীন পরিস্কার জলে রূপান্তরিত করে নেওয়া যাবে। যা বিভিন্ন সময়ে প্রয়োজন পড়তেই পারে।
এই প্রকল্পকে রূপায়িত করতে খুবই কম সময় নিয়েছে ডিআরডিও। মাত্র ৮ মাসের মধ্যে তারা এই প্রযুক্তিকে কোস্ট গার্ডের জাহাজের সঙ্গে জুড়ে দিতে সক্ষম হয়েছে। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রকের তরফে এমনই জানানো হয়েছে।
ইন্ডিয়ান কোস্ট গার্ড এই সুযোগ হাতে পেলেও তাকে মান্যতা দিতে আরও কিছুটা সময় নেবে। ৫০০ ঘণ্টার অপারেশনাল টেস্ট করে পরীক্ষায় সাফল্য দেখলে তবেই এই প্রযুক্তিকে সব উপকূলরক্ষী বাহিনীর জাহাজে স্থাপন করা হবে।
অবশ্যই সেটা একটা নিয়মের অংশ। তবে এই সুবিধা আগামী দিনে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য যথেষ্ট ইতিবাচক ও প্রয়োজনীয় ভূমিকা পালন করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা