অভাবনীয় সাফল্য, শব্দকে হারিয়ে দেশের সুরক্ষায় আরও শক্তিশালী হওয়ার পথ খুলল ভারত
নতুন বছরে প্রতিরক্ষাক্ষেত্রেও এক অন্য উচ্চতা ছোঁয়ার পথ খুলে ফেলল ভারত। প্রতিরক্ষার প্রয়োজনে অস্ত্রসজ্জায় এবার যুক্ত হচ্ছে দেশিয় প্রযুক্তিতে তৈরি শব্দ জব্দ।

প্রতিরক্ষাক্ষেত্রে অস্ত্রসজ্জাকে শক্তিশালী করা সব দেশেরই লক্ষ্য হয়। যাতে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে সুরক্ষিত রাখা সম্ভব হয়। দেশের জন্য ক্ষতির যে কোনও আঘাত সামাল দেওয়ার জন্য সেই পর্যায়ে উন্নত ও শক্তিশালী অস্ত্রভাণ্ডার তৈরি রাখা জরুরি।
ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও সেই পথে দেশকে আরও এগিয়ে দিল। ভারতে এই প্রথম এমন এক পরীক্ষা ডিআরডিও করল যা সফলও হয়েছে আর সেই সাফল্য ভারতকে এই অত্যাধুনিক অস্ত্রও উপহার দিতে চলেছে।
অ্যাকটিভ কুলড স্ক্র্যামজেট কম্বাস্টর ইঞ্জিনের ১২০ সেকেন্ড পরীক্ষা মঙ্গলবার সফল করেছে ডিআরডিও। যা অবশ্যই এক অভাবনীয় সাফল্য বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা।
কারণ এই সাফল্য ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত করতে চলেছে আগামী প্রজন্মের হাইপারসনিক মিসাইল বা শব্দের চেয়েও অনেক বেশি গতিশীল ক্ষেপণাস্ত্র। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৫ গুণ গতিতে ছুটতে পারবে।
ঘণ্টায় ৫ হাজার ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি। খুব দ্রুত এবং বড় ধরনের প্রভাব ফেলা হানা দিতে সক্ষম হবে এটি। যা অবশ্যই আধুনিক অস্ত্রসজ্জায় এক বড় প্রাপ্তি হিসাবে বিবেচিত হবে।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমেরিকা, রাশিয়া, চিনের মত পৃথিবীর কয়েকটি দেশ এখন এই হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে।
এই হাইপারসনিক কোনও যান তৈরি করতে গেলে স্ক্র্যামজেট ইঞ্জিন ছাড়া গতি নেই। যা তাকে শব্দের চেয়েও অনেক বেশিগুণ গতি দিতে পারে। সেটাই হতে চলেছে এই হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা