National

বিনা প্ররোচনায় পাকিস্তানের দিক থেকে উড়ে এল গুলি, মর্টার

শুক্রবার লাইন অফ কন্ট্রোলের পুঞ্চে গুলিবর্ষণ করল তারা। ভারতের দিকে শুধু গুলিই ছুঁড়ল না, ছুঁড়ল মর্টারও। যদিও ভারতীয় সেনা হাত গুটিয়ে থাকেনি। জবাব দিয়েছে।

করোনা মোকাবিলায় ব্যস্ত এখন গোটা বিশ্ব। এখনও যে কোনও দেশ অন্য দেশের সীমান্তে গুলি, বোমা বর্ষণ করতে পারে তেমনটা ভাবাই কঠিন কাজ। কিন্তু সেই কাজটা করেই চলেছে পাকিস্তান।

বুধবারের পর বৃহস্পতিবার বিরাম দিয়েছিল। ফের শুক্রবার লাইন অফ কন্ট্রোলের পুঞ্চে গুলিবর্ষণ করল তারা। ভারতের দিকে শুধু গুলিই ছুঁড়ল না, ছুঁড়ল মর্টারও। যদিও ভারতীয় সেনা হাত গুটিয়ে থাকেনি। তারাও পাল্টা জবাব দিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১১টা নাগাদ পাকিস্তানের দিক থেকে বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে আচমকা ভারতীয় সীমান্তে গুলি বর্ষণ ও মর্টার বর্ষণ শুরু হয়। পুঞ্চ জেলার কসবা ও কিরনি সেক্টরে এই গুলি ও মর্টার বর্ষণ করে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। বেশ কিছুক্ষণ গুলিবর্ষণ চালিয়ে যায় পাকিস্তান।

গত বুধবার পুঞ্চেরই মান্ধার সেক্টরে একের পর এক মর্টার ছোঁড়ে পাকিস্তান। তাতে স্থানীয় একটি গ্রামের এক কিশোরী ও এক বৃদ্ধ আহত হন। গ্রামের ৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। যদিও তারপর জবাব দেয় ভারতীয় সেনা।

বুধবারের পর বৃহস্পতিবার চুপ থেকে ফের শুক্রবার পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতের দিকে গুলি ও মর্টার ছুঁড়ল। করোনা মোকাবিলায় পাকিস্তানেও চলছে লকডাউন। এই পরিস্থিতিতেও তারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতে পিছপা হচ্ছেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *