National

৩ দিন গরু খোঁজা খুঁজে ২ জঙ্গিকে গুলি করে মারল সুরক্ষাবাহিনী

কর্মরত ছিল পুলিশের একটি দল। আচমকাই তাদের ওপর হামলা হয়। ২ জঙ্গি তাদের ওপর ধারালো কুঠার নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এমন অতর্কিত আক্রমণ সামলে উঠতে পারেনি পুলিশ।

করোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশজুড়ে। তারমধ্যেই নিজেদের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। যদিও সুরক্ষাবাহিনীও সজাগ থাকায় সে প্রচেষ্টা ভেস্তে যাচ্ছে। যেমনটা হল জম্মু কাশ্মীরের কিস্তওয়ার জেলার দোচান এলাকায়।

এখানে গত বুধবার কর্মরত ছিল পুলিশের একটি দল। আচমকাই তাদের ওপর হামলা হয়। ২ জঙ্গি তাদের ওপর ধারালো কুঠার নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এমন অতর্কিত আক্রমণ সামলে উঠতে পারেনি পুলিশ।

এই হানায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়। জঙ্গিরা পুলিশের ২টি সার্ভিস রাইফেল নিয়ে চম্পট দেয়। এরপরই ২ জঙ্গির খোঁজে তল্লাশি শুরু করে সুরক্ষাবাহিনী। পাহাড়ি দোচান এলাকা জুড়ে পুলিশ ও সেনার যৌথবাহিনী তল্লাশি চালাতে থাকে। জানতে পারে ২ জনই স্থানীয় যুবক।

তন্নতন্ন করে খোঁজার পর তাদের হদিশ মেলে। শুক্রবার তাদের পাকড়াও করতে গেলে সুরক্ষাবাহিনীর সঙ্গে জঙ্গিদের প্রবল গুলির লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ চলে এই লড়াই।

অবশেষে ২ জঙ্গিকে গুলি করে শেষ করতে সমর্থ হয় সুরক্ষাবাহিনী। পুলিশ জানিয়েছে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। পুলিশের খোয়া যাওয়া ২টি রাইফেলও উদ্ধার হয়েছে। আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তারও খোঁজ চলছে। গত বুধবার পুলিশের ওপর হামলার পর থেকেই জঙ্গিদের খোঁজ শুরু করে পুলিশ ও সেনা। শুক্রবার গিয়ে তাদের হদিশ পায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *