National

৩ সহকর্মীকে গুলি করে মেরে আত্মহত্যার চেষ্টা সিআরপিএফ জওয়ানের

তাঁদের মধ্যে প্রবল ঝগড়া হয়েছিল। তবে ঠিক কী নিয়ে ঝগড়া তা সঠিক করে কারও জানা নেই। কিন্তু ৪ সহকর্মীর সেই ঝগড়ার পরিণতি যে এমন হবে তা বোধহয় কেউ ভাবেননি। ঝগড়া চরমে ওঠার পর ৩ সহকর্মীকে গুলি করে হত্যা করে এক সিআরপিএফ জওয়ান। তারপর নিজেকে গুলি করে হত্যার চেষ্টা করে। তবে সেই গুলিতে তার মৃত্যু হয়নি। কেবল ঘায়েল হয়েছে। তাকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।

গত বুধবার রাতে ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের উধমপুর জেলার বাতাল বালিয়ান এলাকায় একেবারে সিআরপিএফ ক্যাম্পের মধ্যে। এখানে রাত ১০টা ৪০ মিনিটে ঘটনাটি ঘটে। উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই কনস্টেবল অজিত সিং গুলি চালায় হেড কনস্টেবল উমিদ সিং, পোকারমল এবং যোগেন্দ্র শর্মাকে লক্ষ্য করে। গুলিতে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এরপর নিজেকে গুলি করে হত্যার চেষ্টা করে অজিত সিং। কিন্তু কেবল আহত হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ঘটনার জেরে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেন এমন ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। একটু সুস্থ হলে অজিত সিংয়ের সঙ্গে কথা বলতে পারলে বিষয়টি অনেকটাই পরিস্কার হবে বলে মনে করা হচ্ছে। তবে পরিবার থেকে দিনের পর দিন দূরে থাকা, ছুটিছাটার সমস্যা, বিশাল সময় ধরে একটানা ডিউটি, ক্যাম্পে যথেষ্ট বিনোদনের সুবিধা না থাকা সহ বেশ কিছু সমস্যা মাঝেমধ্যেই শোনা যায়। এক্ষেত্রে কারণ কী তা অবশ্য পরিস্কার নয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *