Sports

রাহুলের স্বপ্নের ডেবিউ, জিম্বাবোয়েকে হেলায় হারাল ভারত

Kannanur Lokesh Rahulস্বপ্নের ডেবিউ বোধহয় একেই বলে। ১১৫ বলে ১০০ রান এবং নট আউট থেকে। জীবনের প্রথম ম্যাচটা স্মরণীয় করে রাখার মত খেলা খুব কম খেলোয়াড়ের জীবনেই হয়। ভারতের ওপেনার হিসাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমে সেটাই করে দেখালেন কে এল রাহুল। জেতাটা কঠিন ছিলনা। কিন্তু সেটাকে সহজতর করে দিল লোকেশ রাহুলের ব্যাট। এদিন প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষ হতে ১ বল বাকি থাকতেই জিম্বাবোয়ে ১৬৮ রানে সব উইকেট হারায়। জিম্বাবোয়ের হয়ে ব্যাটিংয়ে একমাত্র ৪১ রানের নির্ভরযোগ্য ইনিংস খেলেন এলটন চিগুমবুরা। পরে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৭ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরতে হয় ভারতের আর এক ডেবিউ ওপেনার করুণ নায়ারকে। এরপর আম্বাতি রায়ুডু ব্যাট করতে নামেন। রায়ুডু-রাহুল যুগলবন্দিকে আর রুখতে পারেনি জিম্বাবোয়ের বোলাররা। রায়ুডু ৬২ রান করেন। ৪২ দশমিক ৩ ওভারেই জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। হারারেতে প্রথম ম্যাচে জিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০-এ এগিয়ে রইল ভারত।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *