Sports

সিরিজ জয়ে বিরাট রেকর্ড, রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল ভারত

৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ। ভারতে খেলতে আসা নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচটাই জিতে এগিয়ে গিয়েছিল। পরের ম্যাচে ফেরত আসে ভারত। ফলে এদিন কানপুরে তৃতীয় ম্যাচটি কার্যতই ছিল ফাইনাল। যে জিতবে সিরিজ তাদের। আর সেই টানটান ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ রানে পরাজিত করে সিরিজ পকেটস্থ করল বিরাট বাহিনী। সেইসঙ্গে নতুন রেকর্ডও গড়ে ফেললেন বিরাট কোহলি। এতদিন একটানা সিরিজ জয়ের রেকর্ড ছিল রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে। ৬টি করে সিরিজ টানা জিতে রেকর্ড ছিল দুজনেরই। এদিন টানা ৭টি সিরিজ জয় করে সেই রেকর্ড ভেঙে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

রবিবার কানপুরে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। নির্ণায়ক ম্যাচে রান তাড়া করার রাস্তাই বেছে নেন তাঁরা। ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারানোর পর ম্যাচের হাল ধরেন গত ম্যাচে তেমন ভাল ব্যাট করতে না পারা রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলি। এই দুই ব্যাটসম্যানের যুগলবন্দি এদিন এতটাই ভয়ংকর ছিল যে প্রমাদ গুনতে শুরু করে নিউজিল্যান্ড। অন্যদিকে দুজনের রান তোলার গতি কানপুরের স্টেডিয়ামে উল্লাসের বন্যা বইয়ে দিতে থাকে। ৪১ ওভার পর্যন্ত এই দুই ব্যাটসম্যান ক্রিজে থেকে যান। দুজনেই সেঞ্চুরিও হাঁকান। রোহিত শর্মা ১৪৭ রান করে যখন আউট হন তখন ভারতের রান পৌঁছে গেছে ২৫৯-এ। এরপর পাণ্ডিয়া দ্রুত ফেরার পর কোহলি ১১৩ রান করে যখন প্যাভিলিয়নে ফেরেন তখন ভারতের স্কোর ৩০২। ৫০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে ভারত।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পাল্টা ব্যাট করতে নেমে শুরু থেকেই অঙ্ক কষে খেলতে থাকে কিউয়ি ব্যাটিং লাইনআপ। গুপ্তিল দ্রুত ফিরলেও মুনরো ও উইলিয়ামসনের দাপুটে ব্যাটিং নিউজিল্যান্ডের ম্যাচ জেতার যাবতীয় সম্ভাবনাকে জিইয়ে রাখে। এক এক করে উইকেট যেমন পড়েছে তেমনই রানও উঠেছে। মুনরো ৭৫ রানে ও উইলিয়ামসন ৬৪ রানে ফেরার পর ম্যাচের হাল ধরেন টেলর ও ল্যাথাম। এদের ব্যাটিংয়ের জোরে কার্যত জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে ফেলে নিউজিল্যান্ড। টেলর ৩৯ রানে ফেরার পর হাল ধরেন নিকলস ও ল্যাথাম। নিকলস ৩৭ রানে ফেরার পর ৬৫ রান করে দ্রুত ফেরেন ল্যাথাম। আর সেটাই হয়তো এদিন ভারতের কপালে জয়ের লিখন লিখে দেয়। এরপর জয়ের সম্ভাবনা থাকলেও ক্রমশ রান ও বলের ফারাক বাড়িয়ে ফেলেন নতুন ব্যাট করতে নামা গ্র্যান্ডহোম, স্যাটনাররা। যার জেরে শেষ পর্যন্ত ৬ রানে হার স্বীকার করতে হয় তাঁদের।

দারুণ লড়েও নিউজিল্যান্ডের এদিনের হার সিরিজে ভারতকে ২-১-এ জিতিয়ে দেয়। এদিন ম্যান অফ দ্যা ম্যাচ হন রোহিত শর্মা। ম্যান অফ দ্যা সিরিজ বিরাট কোহলি। প্লেয়ার অফ দ্যা সিরিজ হন টম ল্যাথাম। আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজ। বুধবার সন্ধেয় প্রথম খেলা দিল্লিতে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *