Health

বুস্টার ডোজের সময় কমিয়ে দিল কেন্দ্র, এখন থেকে আগেই নেওয়া যাবে ডোজ

দ্বিতীয় টিকা নেওয়ার পর ৯ মাস পর নেওয়া যেত বুস্টার ডোজ। সেটাই ছিল নিয়ম। সেই সময়ের ফারাক অনেকটা কমিয়ে দিল কেন্দ্র। ফলে আগেই নেওয়া যাবে ডোজ।

ফের দেশজুড়ে শুরু হয়েছে সংক্রমণের বাড়বাড়ন্ত। চতুর্থ ঢেউয়ের ধাক্কায় তরতর করে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। যদিও অধিকাংশ মানুষের টিকার ২টি করে ডোজ নেওয়া হয়ে গেছে। তবু ওমিক্রনের নতুন কয়েকটি প্রকার এই ধাক্কা তৈরি করেছে। সংক্রমণ হুহু করে বাড়িয়ে দিচ্ছে।

এদিকে টিকাকরণের বুস্টার ডোজ ইতিমধ্যেই অনেকে নিতে শুরু করেছেন। দ্বিতীয় টিকা নেওয়ার ৯ মাস বা ৩৯ সপ্তাহ পরে নেওয়া যাচ্ছিল বুস্টার ডোজ। সেইমত মোবাইল নম্বরে এসএমএস এসে যাচ্ছিল। কিন্তু এই ৯ মাসের সময়সীমা বুধবার এক ধাক্কায় কমিয়ে দিল কেন্দ্র।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বুস্টার ডোজ বা প্রিকশন ডোজ নেওয়ার জন্য আর ৯ মাস অপেক্ষা নয়। ৬ মাস পরেই নেওয়া যাবে বুস্টার ডোজ।

ফলে দ্বিতীয় টিকা নেওয়ার পর ৬ মাস কেটে গেলেই এখন থেকে ১৮ বছরের উপরের বয়সের মানুষজন বুস্টার ডোজ নিতে পারবেন। ১৮ থেকে ৫৯ বছর বয়স্কদের বুস্টার ডোজ নিতে হবে বেসরকারি সেন্টার থেকে। অন্যদিকে ৬০ বছরের ওপরের মানুষজনের জন্য বুস্টার ডোজ কোভিড ভ্যাক্সিনেশন সেন্টার থেকে বিনামূল্যেই মিলবে।

বুস্টার ডোজের সময় কমিয়ে দেওয়ায় আচমকা অনেক বেশি মানুষ একসঙ্গে বুস্টার ডোজ নেওয়ার অধিকারী হয়ে উঠলেন। ফলে বুস্টার ডোজ নেওয়ার জন্য সেন্টারগুলিতে চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *