National

৫৮ বছরে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা পাশ করলেন বিধায়ক, ইংরাজিতে পেলেন সবচেয়ে কম

৫৮ বছর বয়সে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করলেন এক বিধায়ক। প্রায় ৬০-এর কোঠায় দাঁড়িয়ে তাঁর এই লড়াই ও ইচ্ছাশক্তিকে সকলেই কুর্নিশ জানাচ্ছেন।

পড়াশোনার কোনও বয়স হয়না। ফের একবার প্রমাণ করে দিলেন জীবনে প্রতিষ্ঠিত একজন মানুষ। তিনি নিজে একজন বিধায়ক। ফলে রাজনৈতিক জীবনে তিনি যথেষ্ট সফল।

দশম শ্রেণির পরীক্ষা তিনি পাশ করলেন, না করলেন না, তাতে তাঁর উপার্জন বা সামাজিক অবস্থানে বিশেষ এদিক ওদিক হতনা। কিন্তু দশম শ্রেণির বোর্ড পাশের জন্য তাঁর অদম্য ইচ্ছাটা রয়েই গিয়েছিল। আর তা তিনি সফল করে ছাড়লেন ৫৮ বছর বয়সে এসে। নম্বরও ভালই পেলেন। সবচেয়ে কম পেলেন ইংরাজিতে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

ওড়িশার কন্ধমল জেলার ফুলবানি কেন্দ্রের বিজেডি বিধায়ক অঙ্গদ কাঁহার দশম শ্রেণির পরীক্ষা পাশ করলেন স্টেট ওপেন স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন থেকে। বি১ গ্রেড নিয়ে পাশ করেন তিনি। মোট ৫০০ নম্বরের মধ্যে পান ৩৬৪ নম্বর।

যার মধ্যে সবচেয়ে বেশি পেয়েছেন সংস্কৃতে। সংস্কৃতে ৮৪ নম্বর পেয়েছেন তিনি। ইংরাজিতে সবচেয়ে কম পেয়েছেন। ইংরাজিতে পেয়েছেন ৫৭ নম্বর। অঙ্ক এবং সোশ্যাল সায়েন্স, দুয়েতেই পেয়েছেন ৭৮ নম্বর করে। বিজ্ঞানে পেয়েছেন ৬৭ নম্বর।

কত নম্বর পেয়ে তিনি পাশ করেছেন সেটা অবশ্য বড় কথা নয়, বড় কথা তাঁর অদম্য ইচ্ছাশক্তি। যা তাঁর মত এমন অনেক মানুষকে দশম শ্রেণির পরীক্ষা বা অন্য কোনও পরীক্ষা পাশে উৎসাহ যোগাবে।

সেখানেই সফল বিধায়ক অঙ্গদ কাঁহার। ওড়িশার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এদিন রাজ্যের দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *