World

১০ হাজার বাড়িতে অন্ধকার নামিয়ে আনল ১টি মাত্র সাপ

১০ হাজার বাড়িতে অন্ধকার নামিয়ে আনল ১টি সাপ। গোটা একটা শহর অন্ধকারে ডুবে যায়। এমন ঘটনা কেন ঘটল তা জানার পর আরও অবাক সকলে।

দুপুর ২টো বাজে। ফলে গরমটা বেশ গায়ে লাগছে। ফ্যান বা এসি ছাড়া থাকা যাচ্ছেনা। আর ঠিক সেই সময়ই আচমকা নিভে গেল আলো।

লোডশেডিং জিনিসটা দেখতে প্রায় ভুলেই গেছেন এ শহরের মানুষ। তাই এমন আচমকা সব অন্ধকার হয়ে যাওয়ায় দ্রুত খোঁজখবর শুরু হয়।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

১০ হাজার বাড়িতে এক ধাক্কায় বিদ্যুৎ চলে যাওয়া যে এক বড় বিপর্যয় তা বুঝতে সময় লাগেনি কারও। গোটা শহরটা বিদ্যুৎহীন হতেই বিদ্যুৎ সংস্থার আধিকারিক থেকে কর্মী যুদ্ধকালীন তৎপরতায় কারণ খুঁজতে নেমে পড়েন। আর তখনই নজরে পড়ে বিষয়টি।

যেখান থেকে জাপানের কোরিয়ামা শহরে বিদ্যুৎ সরবরাহ হয় সেখানে বিভিন্ন মেশিন খতিয়ে দেখার সময় আধিকারিকরা দেখতে পান একটি সাপ তখনও জ্বলছে।

সাপটি কোনওভাবে ওই বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ঢুকে পড়েছিল। তারপর চলে আসে মেশিনগুলির কাছে। সেখানেই কোনও তারের সঙ্গে তার স্পর্শ লাগে। তাতেই তার শরীর জ্বলে ওঠে।

এদিকে তারটিতেও শর্টসার্কিট হয়। তারটি জ্বলে যায়। আর শর্টসার্কিট হওয়ার ফলে যাতে কোনও অঘটন না ঘটে তাই সুরক্ষার কথা মাথায় রেখে বিদ্যুৎ সরবরাহ নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সেভাবেই ব্যবস্থা করা আছে সেখানে।

ঘটনা সামনে আসার পর মৃত সাপটিতে সেখান থেকে সরিয়ে ফের তার ও যন্ত্রাংশ ঠিক করে শহরে বিদ্যুৎ ফেরাতে ১ ঘণ্টার ওপর লেগে যায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *