World

সমুদ্রের ধারে সবুজ বালি দেখেছেন কখনও, ঘুরে আসতে পারেন সবুজ বালির চরে

সমুদ্রের ধারে যে বালুকাবেলা থাকে তার অধিকাংশেরই রং হয় সাধারণ বালির হলদেটে রংয়ের। তবে এ পৃথিবীতে সবুজ বালির সমুদ্রতটও রয়েছে। চাইলে ঘুরে আসতে পারেন।

সমুদ্রের ধারে গেলে যে বালুকাবেলা নজরে পড়ে তা হলদেটে যা সূর্যের আলোয় অনেক সময় সোনালিও মনে হয়। এটাই বিশ্বের বিভিন্ন প্রান্তের অধিকাংশ বালুকাবেলার স্বাভাবিক দৃশ্য। কিন্তু এ পৃথিবীতে প্রকৃতি যে অপার ঐশ্বর্য ছড়িয়ে রেখেছে তাতে পরতে পরতে রয়েছে চমক।

যেমন সবুজ বালির সমুদ্রতট। এখানে গেলে সমুদ্রের অপার সৌন্দর্যের পাশাপাশি পাওয়া যায় সবুজ বালির ওপর ইচ্ছে মতন সময় কাটানোর আনন্দ। সবুজ বালিকে ছুঁয়ে দেখা, তাকে চেয়ে দেখার সুযোগ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সবুজ বালির সমুদ্রতট কিন্তু বিশ্বে মাত্র ৪টি জায়গায় দেখতে পাওয়া যায়। যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল হাওয়াইয়ের পাপাকোলিয়া বিচ। পর্যটকেরা হাওয়াই ঘুরতে এসে পাপাকোলিয়া বিচে হাজির হন এই সবুজ বালি চোখে দেখতে। কিন্তু এখানে বালির রং সবুজ কেন?

যতদূর দেখা যায় শুধু সবুজ বালি। বিশেষজ্ঞদের মতে, আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা উত্তপ্ত লাভা স্রোত সমুদ্রের জলে পড়ে যখন ঠান্ডা হয়ে যায় তখন সেই ঠান্ডা হওয়া লাভা থেকে এক ধরনের ম্যাগনেসিয়ামের জন্ম হয়। যা এক ধরনের রাসায়নিক পদার্থ।

এই রাসায়নিক পদার্থকে বলে অলিভাইন। এই অলিভাইন যখন বালির সঙ্গে মেশে তখন সে বালির রং সবুজ করে দেয়। এভাবেই হাওয়াইয়ের এই পাপাকোলিয়া বিচের বালি সবুজ হয়ে গেছে। যার সবুজ রং পর্যটকদের বছরের পর বছর ধরে অবাক করে চলেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *