National

সকলের সামনে সপাটে চড় খেলেন হার্দিক

স্টেজে উঠে গুজরাটের পাতিদার নেতা হার্দিক প্যাটেলকে সপাটে চড় কষালেন এক বিজেপি কর্মী। সে সময়ে বিশাল জনসভায় কংগ্রেসের হয়ে প্রচার করছিলেন গত মাসেই কংগ্রেসে যোগ দেওয়া গুজরাটের এই তরুণ নেতা। এভাবে স্টেজে উঠে যে তাঁকে কেউ চড় মারতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি হার্দিক। চড় মারার ঘটনা ঘটার পরই তরুণ গুজ্জর নামে ওই বিজেপি কর্মীকে ধরে ফেলেন কংগ্রেস কর্মীরা। তারপর তাঁকে টেনে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যান।

ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরেন্দ্রনগর জেলার বালদানা গ্রামে। চড় মারার পর গুজরাটের কাদি শহরের বাসিন্দা তরুণ গুজ্জর চেঁচিয়ে বলতে থাকে হার্দিক প্যাটেল পাতিদারদের লড়াই নিয়ে রাজনীতি করছেন। ঘটনার পর স্থানৱীয় পুলিশ স্টেশনে হাজির হন হার্দিক। অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, এটা বিজেপির কাজ। এবার চড় মেরেছে। বিজেপি তাঁকে মারতে কাউকে এরপর গুলি চালাতেও পাঠাতে পারে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

গুজরাটে কংগ্রেসের হয়ে প্রচারে হার্দিক কার্যত তারকা প্রচারক। তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটায় কংগ্রেস নেতৃত্বও বিজেপির বিরুদ্ধে কড়া শব্দ প্রয়োগ শুরু করেছে। এদিকে তরুণ গুজ্জর বিজেপির একজন সাধারণ কর্মী বলেই নয়, তিনি গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেলেরও ঘনিষ্ঠ বলে পরিচিত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button