National

হার্দিকের ২ বছরের কারাদণ্ড

২০১৫ সালে গুজরাটের বিশনগরের বিজেপি বিধায়ক হৃষীকেশ প্যাটেলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। ভাঙচুরের অভিযোগে আঙুল ওঠে পাতিদার আনামত আন্দোলন সমিতির দিকে। যার নেতা হার্দিক প্যাটেলের নামও এই ভাঙচুরের ঘটনায় জড়িয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মামলা শুরু হয়। সেই মামলার এদিন রায় দিল আদালত। হার্দিক প্যাটেলের ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে পাতিদার আন্দোলনের এই তরুণ নেতার কারাদণ্ড কিন্তু বিরোধী শিবিরে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

হার্দিক ছাড়াও এদিন ওই হামলার ঘটনায় সর্দার প্যাটেল গোষ্ঠীর লালজি প্যাটেল ও পাতিদার নেতা অম্বালাল প্যাটেলকে একই সাজা দিয়েছে আদালত। বাকি ১৪ জনকে প্রমাণের অভাবে বেকসুর খালাস করে হয়। এদিকে সাজা ঘোষণার পর জামিনের আবেদন জানান হার্দিকরা। জামিন মঞ্জুরও হয়। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে হার্দিক বিজেপিকে একহাত নিয়েছেন। জানিয়েছেন তাঁকে যতই রোখার চেষ্টা হোক, তাঁর লড়াই চলবে।


(ছবি – সৌজন্যে – ট্যুইটার – হার্দিক প্যাটেল)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button