Health

প্রবল গরমেও কনের সাজে ঝলমল করার উপায়

চৈত্র মাসটা তেমন একটা চাঁদিফাটা গরমে না কাটলেও বৈশাখ পড়তে না পড়তেই পারদ কিন্তু চড়ছে। বেলা বাড়লে রাস্তায় টেকা দায় হচ্ছে। এদিকে আবার বৈশাখ মানেই বিয়ের মাস। অনেকেরই বিয়ের দিন স্থির হয়েছে বৈশাখে। আর বিয়ে মানে ছোটবেলা থেকে সাজিয়ে রাখা অনেক অনেক স্বপ্ন। বিশেষত মহিলাদের ক্ষেত্রে বিয়ের দিন কেমন করে সাজবেন তা নিয়ে হাজারো ভাবনা মন জুড়ে বিরাজ করে।

বারবার তো বিয়ে হয়না। তাই জীবনের এই শ্রেষ্ঠ উৎসবের দিনটায় নিজেকে সবচেয়ে সুন্দর করে তোলা সব মেয়েরই স্বপ্ন। কিন্তু সব ব্যবস্থা করেও প্রবল গরম ভেস্তে দিতে পারে সেই সবচেয়ে সুন্দর হয়ে ওঠার অনেক অনেক দিনের সযত্নে লালিত স্বপ্নটাকে। তাহলে উপায়? উপায় রয়েছে। প্রবল গরমকে হেলায় হারিয়ে কীভাবে বিয়ের দিনে নিজেকে ঝলমলে রাখবেন, তারই কিছু অব্যর্থ টিপস দিয়েছেন নেসলে স্কিন হেলথ (কেটাফিল)-এর মেডিক্যাল হেড হার্ধাদ মালভে এবং ত্বক চিকিৎসক সতীশ ভাটিয়া।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

প্রখর দাবদাহেও জীবনের অন্যতম আনন্দের দিনটায় বিয়ের সাজে ঝলমল করার একগুচ্ছ টিপস দিয়েছেন এই ২ বিশেষজ্ঞ। তাঁদের পরামর্শ, গরমে বিয়ের সময় ত্বককে সতেজ রাখা খুবই জরুরি। তাই বিয়ের আগে ত্বকে হাইড্রেটিং লোশন লাগানো উচিত। কনের জন্য এটা সবচেয়ে ভাল উপায়। ত্বককে হাইড্রেটেট রাখতে জলের কোনও বিকল্প নেই। তাই লোশনের সঙ্গে সঙ্গে জল দিয়ে ত্বক ধুয়ে নিলে টক্সিনগুলো ধুয়ে যায়। ত্বক সতেজ থাকে।

ত্বককে সতেজ রাখতে, ঝলমলে রাখতে ক্লিনজিং একান্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা। তাঁদের পরামর্শ, দিনে অন্তত ২ বার করে জল অথবা টিস্যু দিয়ে স্কিন ক্লিনজার ব্যবহার করা দরকার। এতে চামড়া নরম ও মোলায়েম থাকবে। ক্লিনজিং করা হলে ত্বকের নোংরা সাফ হয়ে যায়। ফলে ত্বকে সতেজভাব থেকে যায়।

অনেক মহিলার ত্বক তৈলাক্ত হয়। বিয়ে বৈশাখে। আর ত্বক তৈলাক্ত। এককথায় ডেডলি কম্বিনেশন। তাই বিশেষজ্ঞদের পরামর্শ যাঁদের ত্বক তৈলাক্ত তাঁদের ক্লিনজারে খরচ করা উচিত। ক্লিনজার ত্বকের তৈলাক্তভাব মুছে দেয়। ক্লিনজার সেনসেটিভ ত্বকের জন্যও ভাল। আবার যাঁদের ব্রণর সমস্যা আছে তাঁদের জন্যও উপকারি। ক্লিনজার ব্যবহারে বিয়ের সময় তৈলাক্ত ত্বক নিয়ে সমস্যা থাকে না। ত্বক ঝলমল করে।

অনেক মহিলার আবার ত্বক একটু শুকনো হয়। যাকে ড্রাই স্কিন বলা হয়। এঁদের আবার অন্য সমস্যা। চড়া রোদে তাঁদের চামড়া খুব দ্রুত প্রভাবিত হতে পারে। চামড়ায় একটা পোড়া কালোভাব দেখা দিতে পারে। ত্বকে একটা নির্জীবভাব তৈরি হতে পারে। বিয়ের দিন এমন হলে কোন মেয়ের না মন খারাপ হয়! তাই যাঁদের ড্রাই স্কিন তাঁদের বিয়ের আগে ম্যাকেডেমিয়া তেলযুক্ত হাল্কা ধরণের ময়েশ্চারাইজার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা। এতে ত্বক সতেজ হবে। আবার ত্বকের পুষ্টিও হবে।

তবে এই ময়েশ্চারাইজারটি ব্যবহারের আগে নিশ্চিত হওয়া জরুরি যে তা যেন ড্রাই স্কিনকে মোলায়েম করার উপযোগী হয়। এইসব পরামর্শ মেনে চললে বৈশাখে বিয়ের সাজ নিয়ে চিন্তা কমবে। মেকআপ গরমে উঠে গিয়ে খারাপ দেখতে লাগতে পারে এমন আতঙ্ক থেকেও মুক্তি মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *