National

পায়ে হাত দিয়ে প্রণাম করলেই উঠে দাঁড়িয়ে আশির্বাদ করছে গণেশমূর্তি

দেখে চমকিত না হয়ে উপায় নেই। বিশাল গণেশমূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করলেই সেই মূর্তি আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। তারপর ভক্তকে আশির্বাদ করছে।

অনেকে প্রাথমিকভাবে কিছুটা চমকে গিয়ে ২ পা পিছিয়েও যেতে পারেন। এমনটা যে হতে পারে সেটাই তো মাথায় আসার কথা নয়! কিন্তু সেটাই তো হচ্ছে। গণেশ পুজোয় মাতোয়ারা রয়েছে দেশ। গণেশ চতুর্থীতে সবচেয়ে বেশি আনন্দে মাতোয়ারা হয়েছেন দেশবাসী। বিভিন্ন মণ্ডপেও গণেশ পুজো হয়েছে। বাড়িতেও তাই।

একটি গণেশমূর্তি তার মধ্যে নজর কেড়েছে। বসে থাকা এ গণেশ মূর্তির পায়ে হাত দিয়ে কোনও ভক্ত প্রণাম করলে কিন্তু ভগবান গণেশ আর বসে থাকছেন না। তিনি আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছেন। তারপর তাঁর হাতটা ক্রমশ উপরে উঠে আশির্বাদের ভঙ্গিতে এগিয়ে আসছে ভক্তের দিকে। এভাবে ভক্ত আশির্বাদ পাচ্ছেন।

স্বয়ং গণেশমূর্তি নিজে উঠে এভাবে ভক্তকে আশির্বাদ করছে! যা বহু মানুষকে হতবাক করে দিয়েছে। আশির্বাদ করার পর সেই গণেশমূর্তি ফের বসে পড়ছে তার সিংহাসনে। ফিরে যাচ্ছে পায়ে হাত দেওয়ার আগের ভঙ্গিতে।

মহারাষ্ট্রের সাতারা জেলার এক মূর্তি শিল্পী এই গণেশমূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। যে ছবি হুহু করে ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত ভারতের মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি উৎসাহের সঙ্গে পালিত হয় গণেশ পুজো।

১০ দিন ব্যাপী এই উৎসবে মেতে ওঠে গোটা মহারাষ্ট্র। সেই উৎসবে এমন দাঁড়িয়ে উঠে গণেশ মূর্তির আশির্বাদ বেশ নজর কাড়া। নেটিজেনরা এই ছবি দেখে তা দ্রুত শেয়ারও করছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *