National

পুজো হবে, তবে গণেশ মূর্তির উচ্চতা বেঁধে দিল সরকার

বারোয়ারি পুজোয় গণেশ মূর্তির আকৃতি অনেক সময় বিশাল হয়। তবে এবার সেই উচ্চতা সর্বোচ্চ কত হতে পারে তা বেঁধে দিল সরকার।

মুম্বই : মহারাষ্ট্রে গণেশ পুজো হল পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মত। গণেশ পুজোর অপেক্ষায় সারাটা বছর বসে থাকেন মুম্বইবাসী। বারোয়ারি তো হয়ই, এমনকি বাড়ি বাড়িও গণেশ পুজোর চল আছে মহারাষ্ট্রে। এদিকে এবার করোনার জন্য মহারাষ্ট্রের পরিস্থিতি ভয়ানক। তবে তার জন্য গণেশ পুজো বন্ধ হচ্ছে না। গণেশ উৎসব হবে এবারও। তবে একগুচ্ছ বিধিনিষেধের মধ্যে দিয়ে। যার পূর্ণাঙ্গ একটি গাইডলাইন মহারাষ্ট্র সরকার দিয়ে দিয়েছে।

সরকার জানিয়েছে, এবার বারোয়ারিগুলির গণেশ মূর্তি ৪ ফুটের ওপরে গড়া যাবেনা। তার মধ্যেই থাকতে হবে। প্রসঙ্গত মহারাষ্ট্রে সুবিশাল সব বারোয়ারি গণেশ মূর্তি দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান প্যান্ডেলগুলিতে। সেখানে মূর্তি মাত্র ৪ ফুট উচ্চতার মধ্যেই বাঁধা থাকছে। বাড়িতে যাঁরা পুজো করেন তাঁদের মূর্তি ২ ফুটের ওপরে যাবেনা বলে জানিয়েছে সরকার।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গণেশ মূর্তি এবার মাটির বদলে কোনও ধাতু বা মার্বেল দিয়ে তৈরির পরামর্শ দিয়েছে সরকার। যাতে বিসর্জন না দিতে হয়। কারণ প্রতি বছর গণেশ বিসর্জন নিয়ে গোটা মহারাষ্ট্র প্রবল উৎসবে মেতে ওঠে। লক্ষ লক্ষ মানুষ মূর্তি বিসর্জনে অংশ নেন। তা এবার হচ্ছে না বলে স্পষ্ট করেছে সরকার। সেইসঙ্গে জানানো হয়েছে যদি মাটির মূর্তি হয় তাহলে বিসর্জন দিতে হবে বাড়িতেই বা কৃত্রিম পুকুর তৈরি করে।

কোনও শোভাযাত্রা বার হবে না গণেশ বিসর্জনে। কোনও দিঘি, নদী বা সমুদ্রে বিসর্জন এবার দেওয়া যাবেনা। এছাড়াও আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঘী গণেশ উৎসবের বিসর্জনও এখনই বাতিল বলে জানিয়ে দেওয়া হয়েছে। ১১ দিন মহারাষ্ট্রব্যাপী গণেশ উৎসবে এবার থাকছে যাবতীয় কোভিড বিধি পালনের বাধ্যবাধকতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *